এর আগে, অনুষ্ঠিত লোচনাসভায় প্রধান অতিথি হিসেবে বক্তব্য রাখেন জেলা প্রশাসক মুহাম্মদ আব্দুল লতিফ।
যুব উন্নয়ন অধিদপ্তরের জেলা কার্যালয়ের উপ-পরিচালক অলকা প্রভা দে’র সভাপতিত্বে অনুষ্ঠিত এই সনদ বিতরণ অনুষ্ঠানে অতিথি হিসেবে বক্তব্য রাখেন মানিকগঞ্জ যুব প্রশিক্ষণ কেন্দ্রের ডেপুটি কো-অর্ডিনেটর ড. এস এম রবিউল হাসান, জেলা কর্মসংস্থান ও জনশক্তি কার্যালয়ের সহকারী পরিচালক শেখ মুস্তাফিজুর রহমান, কর্মসংস্থান ব্যাংক মানিকগঞ্জ শাখার ব্যবস্থাপক আলতাফ হোসেন খান।
সদর উপজেলা যুব উন্নয়ন কার্যালয়ের সহকারী যুব উন্নয়ন কর্মকর্তা মোহাম্মদ সফিউদ্দিনের সঞ্চালনায় এই অনুষ্ঠানে আরও বক্তব্য রাখেন মানিকগঞ্জ সদর উপজেলার সফল আত্মকর্মী দীন ইসলাম, ইলেকট্রনিকস ট্রেডের প্রশিক্ষণার্থী সাইফুর রহমান, দীর্ঘ মেয়াদি ট্রেডের প্রশিক্ষণার্থী মিজানুর রহমান, কম্পিউটার বেসিক এন্ড আইসিটি এপ্লিকেশন ট্রেডের প্রশিক্ষণার্থী আবিদা সুলতানা।
জেলা প্রশাসক মুহাম্মদ আব্দুল লতিফ বলেন, ‘আমাদের কারিগরি শিক্ষার প্রতি গুরুত্ব দিতে হবে। সাধারণ বিষয়ে লেখা পড়া করে তেমন কোন কাজে আসছে না। শিক্ষিত বেকারের সংখ্যা বাড়ছে। আমাদের এর থেকে বেরিয়ে আসতে হবে। দক্ষ জনশক্তি গড়ে তুলতে হবে।’
যুব উন্নয়ন অধিদপ্তরের জেলা কার্যালয়ের উপ-পরিচালক অলকা প্রভা দে বলেন, ‘আবাসিক ও অনাবাসিক মিলে ছয়টি ট্রেডে প্রশিক্ষণপ্রাপ্ত ১৫০জন যুবকের মাঝে সনদপত্র বিতরণ করা হয়। ট্রেডগুলো হলো- গবাদি পশু, হাঁস-মুরগি পালন, প্রাথমিক চিকিৎসা, মৎস্য চাষ ও কৃষি বিষয়ক আবাসিক প্রশিক্ষণ এবং কম্পিউটার বেসিক এন্ড আইসিটি এপ্লিকেশন, পোশাক তৈরী, ইলেকট্রনিকস, ইলেকট্রিক্যাল এন্ড হাউজ ওয়্যারিং ও রেফ্রিজারেশন এন্ড এয়ারকন্ডিশনিং ট্রেডসমূহের সনদপত্র বিতরণ করা হয়েছে।