মো: মহিদ:
মানিকগঞ্জে আদর্শ সমাজের পক্ষ থেকে কৃতিশিক্ষার্থীদের সন্মাননা ক্রেস্ট, সংবর্ধনা ও দু:স্থদের মাঝে কম্বল বিতরণ করা হয়েছে। এতে প্রধান অতিথি হিসেবে বক্তব্য রাখেন জেলা আওয়ামীলীগের সাবেক যুগ্ম সাধারন সম্পাদক ও জেলা ক্রীড়া সংস্থার সহ সভাপতি কাজী এনায়েত হোসেন টিপু। উদ্ধোধক হিসেবে বক্তব্য রাখেন জেলা নাগরিক কল্যাণ পরিষদের সহ সভাপতি বিশিষ্ট ব্যবসায়ী মো: আব্দুস ছালাম ।
অনুষ্ঠানের শুরুতে আমন্ত্রিত অতিথিদের সম্মাননা ক্রেস্ট প্রদান করা হয়। এরপর এস.এস.সি পরীক্ষা: ২০২২ সালে জিপিএ- ৫ প্রাপ্ত আরফিয়া হোসেন পুস্পিতা, তোহফা তাবাসসুম, লাবীব আল হাসান ও মো: হৃদয় বাবু কে ক্রেস্ট ও ২৮ জন বিভিন্ন জিপিএ- প্রাপ্তদের ডাইরী ও কলম উপহার প্রদান করা হয়।
শুক্রবার বিকালে পশ্চিম সেওতা এলাকায় আদর্শ সমাজের আয়োজনে অত্র সংগঠনের সভাপতি অ্যাডভোকেট মো: রফিকুল ইসলাম (রফিক) এর সভাপতিত্বে সাধারণ সম্পাদক সাংবাদিক সাধারণ সম্পাদক মো: আকরাম হোসেন ও কোষাধ্যক্ষ মাসুদ রানা চুন্নু অনুষ্ঠানের সঞ্চালনা করেন।
অন্যান্যদের মধ্যে বিশেষ অতিথি হিসেবে বক্তব্য রাখেন মানিকগঞ্জ প্রেসক্লাবের সাবেক সাধারণ সম্পাদক ও সুশাসনের জন্য নাগরিক (সুজন) মানিকগঞ্জ জেলা শাখার সাধারণ সম্পাদক জাহাঙ্গীর আলম বিশ্বাস,পৌরসভার ১নং ওয়ার্ডের কাউন্সিলর খৈইমুদ্দিন আহম্মেদ, ব্যাংক কর্মকর্তা মো: লূৎফুল কবির টিটু, আদর্শ সমাজের যুগ্ম সাধারণ সম্পাদক শামসুল আলম, সাংগঠনিক সম্পাদক এস এম ইব্রাহীম হোসেন, মহিলাবিষয়ক সম্পাদক শিল্পী আক্তার সহ অন্যান্যারা।
আলোচনা সভা শেষে পশ্চিম সেওতা এলাকার অর্ধশতাধিক দু:স্থ মানুষের মাঝে কম্বল বিতরণ করা হয়।
আর্দশ সমাজের সভাপতি অ্যাডভোকেট মো: রফিকুল ইসলাম রফিক বলেন, আদর্শ সমাজ একটি সম্পূর্ণ অরাজনৈক ও স্বেচ্ছাসেবী সংগঠন। পৌরসভার ১নং ওয়ার্ডের অবহেলিত পশ্চিস সেওতা এলাকার মানুষের শিক্ষা মানউন্নয়ন, মাদক, বাল্যবিবাহ সহ নানাবিধ সমস্যা সমাধানে কাজ করা হবে। এবিষয়ে এলাকার গন্যমান্যব্যক্তিদের সহযোগিতা কামনা করেন। এই অনুষ্ঠান সফল করতে যারা অর্থ প্রদান সহ বিভিন্নভাবে সহযোগিতা করেছেন তাদের প্রতি আন্তরিকভাবে ধন্যবাদ ও কৃতজ্ঞতা জানান।
অনুষ্ঠানের প্রধান অতিথি কাজী এনায়েত হোসেন টিপু বলেন, কৃতি শিক্ষার্থীদের উৎসাহ দিতে আদর্শ সমাজ আজকে যে আয়োজন করেছে তা প্রশাংসার দাবী রাখে। ২০২২ সালে আদর্শ সমাজের যাত্রা শুরু হওয়ার পর থেকে শিক্ষার উন্নয়নে ছাত্র-ছাত্রীদের মাঝে বিনামূলে গাইড বই ও শিক্ষাউপকরণ বিতরণসহ বিভিন্ন সামাজিক কাজ করে আসছে। এছাড়া দু:স্থ্য শীতার্থদের মাঝে কম্বল বিতরণ খুবই ভালো কাজ। আদর্শ সমাজের ভালো কার্যক্রমে সবসময় পাশে থেকে সার্বিক সহযোগিতা করবো।
তিনি আরোও বলেন, এই সংগঠন যুবসমাজকে মাদক ও বাল্যবিবাহ মুক্ত করতে কাজ করবে প্রত্যাশা ব্যক্ত করেন।