নিউজ ডেস্ক:
আন্তর্জাতিক মুদ্রা তহবিলের (আইএমএফ) উপ-ব্যবস্থাপনা পরিচালক (ডিএমডি) আন্তোয়েনেট মনসিও সায়েহ ৫ দিনের সফরে ঢাকায় আসছেন।
অর্থ বিভাগের একটি সূত্র জানিয়েছে, শনিবার (১৪ জানুয়ারি) তিনি ঢাকায় আসবেন। তার সফরে ৪ দশমিক ৫ বিলিয়ন ডলারের ঋণচুক্তি চূড়ান্ত করা হতে পারে।
জানা গেছে, ঢাকায় সফরকালে প্রধানমন্ত্রী শেখ হাসিনা, অর্থমন্ত্রী আ হ ম মুস্তফা কামাল, বাংলাদেশ ব্যাংকের গভর্নর আবদুর রউফ তালুকদার, অর্থসচিব ফাতিমা ইয়াসমিন এবং অর্থনৈতিক সম্পর্ক বিভাগের (ইআরডি) সচিব শরিফা খানের সঙ্গে সাক্ষাৎ করবেন আইএমএফের উপব্যবস্থাপনা পরিচালক।
গত জুলাই মাসে বাংলাদেশ সাড়ে ৪ বিলিয়ন ডলার ঋণের আবেদন করলে তা শর্তসাপেক্ষে দিতে রাজি হয় সংস্থাটি।
এদিকে, গত অক্টোবরে ওয়াশিংটনে বিশ্বব্যাংক ও আইএমএফের বার্ষিক সভার মধ্য দিয়ে বাংলাদেশ ব্যাংকের গভর্নরের নেতৃত্বে একটি দল আইএমএফের সঙ্গে দেখা করে। সে বৈঠক শেষে গভর্নর জানিয়েছিলেন, বাংলাদেশ আইএমএফ থেকে ঋণ পাবে।