কুষ্টিয়া প্রতিনিধিঃ
ঐতিহ্যের স্বাদ ভুলে গেলে চলবে? কুষ্টিয়ায় উদ্যোক্তা ইফতি শিমুল’র পরিচালনায় দেশীয় ডেজার্ট আইটেমে কুলফি মালাই
”ঐতিহ্যের স্বাদ ভুলে গেলে চলবে?/ কুলফি-ডো খাইতে হবে” এই শ্লোগানকে সামনে রেখে কুষ্টিয়ার ঐতিহ্যবাহী দেশী স্বাদের কুলফি-মালাইকে আধুনিকভাবে শহরের মানুষের কাছে নিয়ে এসেছে কুলফি-ডো। এতে পাওয়া যাবে দেশীয় ঐতিহ্যবাহী স্বাদের কুলফি-মালাই নতুনভাবে। কুষ্টিয়ায় তৈরি হওয়া এই চমৎকার দেশীয় স্বাদের কুলফি-ডো আমাদের মনে করিয়ে দেবে ফেলে আসা অতীতের সেই গ্রামীণ জীবনের ছেলেবেলাকে। উদ্যোক্তা ইফতি শিমুল এর পরিচালনায় দেশীয় ডেজার্ট আইটেমের এই কুলফি মালাই জানুয়ারি মাস জুড়ে আপনি পাচ্ছেন ঢাকা আন্তর্জাতিক বাণিজ্য মেলা ২০২৩ এর হল- বি আর স্টল- জিএস ৪৭ এ।
অতিদ্রুতই রাজধানী ঢাকার বিভিন্ন এলাকায় কুলফি-ডো’র বিভিন্ন শাখা উদ্বোধন হবে এবং আপনারা সেখান থেকে সংগ্রহ করতে পারবেন দেশীয় স্বাদের এই ঐতিহ্যবাহী কুষ্টিয়ার কুলফি-ডো। এছাড়াও অনলাইন অর্ডারে হোম ডেলিভারিতে পাচ্ছেন আপনার ঘরে বসেও।