নিজস্ব প্রতিবেদক
মানিকগঞ্জের উথলী পাইলট বালিকা উচ্চ বিদ্যালয় এস.এস.সি পরীক্ষার্থীদের বিদায় অনুষ্ঠান অনুষ্ঠিত হয়েছে।
শনিবার সকালে বিদ্যালয়ের হল রুমে অনুষ্ঠানের প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন বিশিষ্ট শিক্ষানুরাগী, পরিচালক, ন্যাশনাল পলিটেকনিক ইনস্টিটিউট, মানিকগঞ্জ ও পরীক্ষা নিয়ন্ত্রক এন.পি.আই ইউনিভার্সিটি অব বাংলাদেশ ইঞ্জিনিয়ার মোহাম্মদ ফারুক হোসেন। তিনি তার বক্তব্যে বলেন কারিগরি শিক্ষা গ্রহন করলে ছাত্র-ছাত্রীরা জীবনে উন্নতি করতে পারবে। কারিগরি শিক্ষা নিলে, বিশ্বব্যাপী কর্ম মিলে। এ শিক্ষা গ্রহন করলে বেকারত্বের নিরসন ঘটে। দেশকে উন্নত করতে হলে আমাদের সুশিক্ষা তথা কারিগরি শিক্ষায় শিক্ষিত হতে হবে। অনুষ্ঠানের সভাপতি ছিলেন বিদ্যালয়ের প্রধান শিক্ষক(ভারপ্রাপ্ত) মো: আবুল কালাম।এ সময় বিদ্যালয়ের অন্যান্য শিক্ষক ও এস.এস.সি পরীক্ষার্থীরা উপস্থিত ছিলেন। পরিশেষে ন্যাশনাল পলিটেকনিক ইনস্টিটিউট, মানিকগঞ্জ এর পক্ষে থেকে এস.এস.সি পরীক্ষার্থীদে হাতে ফাইল, ক্যালেন্ডার তুলে দেয়া হয়।