স্টাফ রিপোর্টার:
স্বপ্ন বাস্তবায়নের পথে আরো একধাপ এগিয়ে “KULFIDO”: বাণিজ্য মেলায় প্রথমবারেই বেস্ট স্টল অ্যাওয়ার্ড অংশগ্রহণ
২৭তম ঢাকা আন্তর্জাতিক বাণিজ্য মেলা (ডিআইটিএফ) এর শেষ দিনে প্রথম পুরস্কার (গোল্ড কালার ট্রফি) জিতে নিলো কুলফিডো। মেলায় অংশগ্রহণকারী বিভিন্ন ক্যাটাগরির সেরা ৪৭টি প্যাভিলিয়ন, স্টল ও প্রতিষ্ঠানকে ট্রফি দেওয়া হয়েছে।
পূর্বাচলে বঙ্গবন্ধু বাংলাদেশ-চায়না ফ্রেন্ডশিপ এক্সিবিশন সেন্টারে ২৭ তম ঢাকা আন্তর্জাতিক বাণিজ্য মেলা-২০২৩ এর সমাপনী অনুষ্ঠানে বিজয়ীদের হাতে এই পুরস্কার তুলে দেওয়া হয়।
অনুষ্ঠানে প্রধান অতিথি ছিলেন বস্ত্র ও পাটমন্ত্রী গোলাম দস্তগীর গাজী (বীর প্রতীক), বিশেষ অতিথি ছিলেন বাণিজ্যমন্ত্রী টিপু মুনশি, এফবিসিসিআইর সিনিয়র সহ-সভাপতি মোস্তফা আহমেদ বাবু। অনুষ্ঠানে সভাপতিত্ব করেন বাণিজ্য মন্ত্রণালয়ের জ্যৈষ্ঠ অতিরিক্ত সচিব মো. হাফিজুর রহমান। স্বাগত বক্তব্য রাখেন রপ্তানি উন্নয়ন ব্যুরোর (ইপিবি) ভাইস চেয়ারম্যান এ.এইচ.এম আহসান।
”ঐতিহ্যের স্বাদ ভুলে গেলে চলবে?/ কুলফি-ডো খাইতে হবে” এই শ্লোগানকে সামনে রেখে কুষ্টিয়ার ঐতিহ্যবাহী দেশী স্বাদের কুলফি-মালাইকে আধুনিকভাবে শহরের মানুষের কাছে নিয়ে এসেছে কুলফি-ডো। প্রথমবার ঢাকা আন্তর্জাতিক বাণিজ্য মেলায় অংশ নিয়ে দেশীয় ঐতিহ্যের স্বাদ নিয়ে দর্শণার্থীদের মন কেড়েছে এই কুলফিডো। আর তাইতো কুলফিডো লিমিটেডের হাতে উঠেছে বেস্ট স্টল অ্যাওয়ার্ড এর পুরষ্কার।
কুষ্টিয়ার ঐতিহ্যবাহী এই দেশীয় স্বাদের কুলফি-ডো আমাদের মনে করিয়ে দেবে ফেলে আসা অতীতের সেই গ্রামীণ জীবনের ছেলেবেলাকে। অতিদ্রুতই রাজধানী ঢাকার বিভিন্ন এলাকায় কুলফি-ডো’র বিভিন্ন শাখা উদ্বোধন হবে এবং আপনারা সেখান থেকে সংগ্রহ করতে পারবেন দেশীয় স্বাদের এই ঐতিহ্যবাহী কুষ্টিয়ার কুলফি-ডো। এছাড়াও অনলাইন অর্ডারে হোম ডেলিভারিতে পাচ্ছেন আপনার ঘরে বসেও।