দিপক সূত্রধর/ আল আমিন :
স্বাস্থ্যমন্ত্রী জাহিদ মালেক বলেছেন,দেশে অসংক্রমক রোগ বাড়ছে পৃথিবী জুড়েই বাড়ছে বর্তমানে দেশের ৬৭% রোগ হয় অসংক্রমক ব্যাধি দ্বারা।
যার মধ্যে রয়েছে ক্যান্সার আক্রান্ত ব্যক্তি, কিডনি ফেইজার, হার্ট অ্যাটাক, ডায়াবেটিস, অ্যাজমা এ ধরনের রোগে মানুষ বেশি আক্রান্ত হচ্ছে। অনেক রোগ হচ্ছে পরিবেশ দূষণের জন্য দূষিত খাবারের জন্য, বাতাস দূষণের জন্য ,পানি দূষণের জন্য ফলে এই অসুখগুলো হয়ে থাকে।
আজ ১১ ফেব্রুয়ারি দুপুরে জেলা শিল্পকলা একাডেমী অডিটরিয়ামে স্বাস্থ্য সুরক্ষা কর্মসূচি(এসএসকে)কার্যক্রমের উদ্বোধন কালে তিনি এসব কথা বলেন।
তিনি আরও বলেন, বর্তমানে আমাদের বাংলাদেশকে প্রধানমন্ত্রী নেতৃত্বে এগিয়ে নিয়ে যাচ্ছি। সর্বক্ষেত্রে দেশের উন্নয়ন হয়েছে। দেশে খাদ্যের অবস্থা ভালো। বর্তমানে দেশে কেউ না খেয়ে থাকে না। শিক্ষা পাচ্ছে অর্থনৈতিক উন্নয়ন হচ্ছে, অবকাঠামো ভালো হচ্ছে। তিনি স্বাস্থ্য সুরক্ষা কর্মসূচি নিয়ে বলেন, স্বাস্থ্য সুরক্ষা সেবা মানিকগঞ্জ জেলার মধ্যে দিয়েই আরেক ধাপ এগিয়ে নিতে চাচ্ছি সারাদেশেই।
আপনারা জানেন যে সার্বজনীন স্বাস্থ্যসেবা ইউনিভার্সাল হেলথ কাভারেজ এসডিডির একটি লক্ষ্য ।সেই লক্ষ্য আমাদেরকেও পূরণ করতে হবে। এসডিডি অর্থায়ন করার জন্য যা যা প্রয়োজন তা আমরা চেষ্টা করছি। আমাদের এখনো অনেক দূর বাকি আছে এস ডি ডি অর্জন করতে। বর্তমানে শিশু মৃত্যুর হার ২৮ বা ৩০ আছে সেটিকে কমিয়ে ১২তে নামাতে হবে। তবেই এসডিডি অর্জন হবে।
এই সমস্ত দিকে লক্ষ্য রেখে স্বাস্থ্য সুরক্ষা কর্মসূচি প্রণয়ন করা হয়েছে। স্বাস্থ্য সুরক্ষা সেবা শুরু হয়েছে বেশ কয়েক বছর আগেই টাঙ্গাইলে। গত সরকারের টার্মে এটা শুরু হয়েছে এবং সেখানে দেড় লক্ষ মানুষের চিকিৎসা ব্যবস্থা করা হয়েছে। এই স্বাস্থ্য সুরক্ষার মাধ্যমে
দেড় লক্ষ পরিবার এই স্বাস্থ্য সুরক্ষার মাধ্যমে সেবা পাবে দেড় লক্ষ্য পরিবার মানে প্রায় ছয় লক্ষ লোক স্বাস্থ্য সুরক্ষা কর্মসূচির আওতায় চলে আসবে।
স্বাস্থ্য সুরক্ষার মাধ্যমে যেসব সেবা গুলো আপনারা পাবেন: স্বাস্থ্য সুরক্ষার মাধ্যমে বিনামূল্যে ওষুধ পাবেন, বিনামূল্যে হাসপাতালে চিকিৎসা পাবেন, যাতায়াত খরচ পাবেন, অর্থাৎ তাদের নিজের পকেট থেকে খরচ সেটি হবে না।
আর এই খরচটি প্রতি পরিবারের জন্য পঞ্চাশ হাজার টাকা করে বছরে।এর জন্য শুধু মাত্র ব্যক্তির ৩৬ টাকা খরচ হবে বলে আমি শুনলাম।
যে সব রোগের চিকিৎসা পাবে তার মধ্যে বিশেষ যে রোগগুলো মানুষ বেশি আক্রান্ত হয়ে থাকে তার মধ্যে প্রায় ১১০ টি রোগের চিকিৎসা সেবা কার্ডের মাধ্যমে সহজে নিতে পারবে। হাসপাতালের তুলনায় সেবার মান খুব ভালো হবে।
সারা বাংলাদেশে আমাদের প্ল্যান মানিকগঞ্জ ছাড়াও সবমিলিয়ে প্রায় ১৫ লক্ষ পরিবারকে যা প্রায় ৬০ লক্ষ ব্যক্তি এই স্বাস্থ্য সুরক্ষা সেবাটি পাবে।
সারা বাংলাদেশে এর কার্যক্রম শুরু হয়ে গেছে। এবং পর্যায়ক্রমে দেশের মানুষকে স্বাস্থ্য সুরক্ষার অধীনে নিয়ে আসা হবে। এতে করে আমরা মনে করি মা মৃত্যুর হার ও শিশু মৃত্যুর হার কমে যাবে।
এসময় অন্যান্যদের আরও বক্তব্য রাখেন স্বাস্থ্য সেবা বিভাগের সচিব ড. মুঃ আনোয়ার হোসেন হাওলাদার, স্বাস্থ্য অধিদপ্তরের মহাপরিচালক অধ্যাপক ডাঃ আবুল বাশার মোহাম্মদ খুরশীদ আলম, মানিকগঞ্জ কর্ণেল মালেক মেডিকেল কলেজের অধ্যক্ষ অধ্যাপক ডাঃ জাকির হোসেন, সিভিল সার্জন ডা: মোয়াজ্জেম হোসেন চৌধুরী, অতিরিক্ত জেলা প্রশাসক সানোয়ারুল হক ,অতিরিক্ত পুলিশ সুপার (সদর সার্কেল) কামরুল হাসান প্রমুখ।