1. hasanchy52@gmail.com : admin :
  2. amarnews16@gmail.com : Akram Hossain : Akram Hossain
শুক্রবার, ০১ নভেম্বর ২০২৪, ০৬:০৮ পূর্বাহ্ন

বাল্য বিয়ে করবে না শপথ করলেন মানিকগঞ্জের ৫ শতাধিক শিক্ষার্থী

  • প্রকাশের সময় : শনিবার, ১৮ ফেব্রুয়ারী, ২০২৩
  • ২৪৫ বার দেখা হয়েছে

সাটুরিয়া প্রতিনিধি:

বাল্য বিয়ে করবে না এবং মাদক কে না এই মর্মে পুলিশ সুপারের নিকট শপথ করলেন মানিকগঞ্জের ৫ শতাধিক শিক্ষার্থীরা।
শনিবার দুপুরে মানিকগঞ্জের সাটুরিয়ার রাইল্যা আব্দুল মজিদ ফটো আদর্শ উচ্চ বিদ্যালয়ের নবীনবরণ, ক্রীড়া প্রতিযোগীতার পুরুস্কার বিতরণী ও দোয়ার মাহফিলে মানিকগঞ্জ পুলিশ সুপার মুহাম্মদ গোলাম আজাদ খানের বক্তব্যে সময় এ শপথ নেন শত শত শিক্ষার্থীরা।
বিদ্যালয়ের মাঠে আলোচনা সভায় কেন্দ্রীয় আওয়ামী লীগের জাতীয় পরিষদের সদস্য  ও জেলা আওয়ামীলীগের সিনিয়র সহ সভাপতি বীরমুক্তিযোদ্ধা আব্দুল মজিদ ফটোর সভাপতিত্বে প্রধান অতিথির বক্তব্য রাখেন মানিকগঞ্জ পুলিশ সুপার মুহাম্মদ গোলাম আজাদ খান।
সাটুরিয়া উপজেলা মাধ্যমিক শিক্ষক সমিতির সভাপতি ছানিহুর আক্তারের সঞ্চালনায় এসময় উপস্থিত ছিলেন মানিকগঞ্জ অতিরিক্ত পুলিশ সুপার (প্রশাসন ও অর্থ) সুজন সরকার, অতিরিক্ত পুলিশ সুপার (ডিএসবি) নুরজাহান লাবনী, অতিরিক্ত পুলিশ সুপার (সদর সার্কেল) কামরুল হাসান, উপজেলা আওয়ামী লীগের সাধারণ সম্পাদক আফাজ উদ্দিন, জেলা পরিষদের সদস্য রাজ্জাক হোসাইন, ফুকুরহাটি ইউপি চেয়ারম্যান মো. জিয়াউর রহমান সহ আরও অনেকেই।
অনুষ্ঠানে বিভিন্ন উচ্চ বিদ্যালয়ের প্রধান শিক্ষক, অবিভাবকগণ এবং উক্ত বিদ্যালয়ের কয়েক শতাধিক শিক্ষার্থীরা অংশ গ্রহণ করে। পরে অতিথিরা বিজয়ীদের মাঝে পুরুস্কার বিতরণ করেন।

শেয়ার করুন

এ বিভাগের আরও খবর
© All rights reserved © 2014 Amar News
Site Customized By Hasan Chowdhury