1. hasanchy52@gmail.com : admin :
  2. amarnews16@gmail.com : Akram Hossain : Akram Hossain
বৃহস্পতিবার, ২১ নভেম্বর ২০২৪, ১০:৫৬ অপরাহ্ন

দেওয়ান লালন আহমেদের দুটি বিশেষ কবিতা

  • প্রকাশের সময় : মঙ্গলবার, ২৯ জানুয়ারী, ২০১৯
  • ১৩৪৫ বার দেখা হয়েছে

১) উত্তরণ

কালো থেকে আনে আলো
মন্দ থেকেই ফুলের সুগন্ধ ,
উড়ায় পরিবর্তনের পাখি
আকাশে দুচোখ ভরে চেয়ে থাকি।

পরিবর্তনের পাখিরা উড়ে
জাগবার সুরে,
দিন রাতের তফাৎ চোখে লাগে
অপয়া বঞ্চিতরা জাগে ,
ছড়ায় আলোর বিচ্ছুরণ
দ্যাখো অবাক উত্তরণ
আঁধারের একটি দীপ অঞ্জন ।

২) মানবতার বাতিঘর

হারিয়েছে দিশা
আঁধারে নেই কোন আশা ,
অথৈ সাগর
ঈশ্বর!খুঁজি বাতিঘর ।

এ তাড়না সমাজের রাষ্টের সবাই উদগ্রীব
একজন আসবে যেন এমনটাই ছিল ঠিক,
অথৈ গভীর জলের মাঝে জেগে উঠবে সবুজ দ্বীপ
নিকষ কালো আধাঁরে জ্বলে উঠবে প্রদীপ ।

খুঁজতে থাকেন অতঃপর খুঁজে পান
এরপর মেশান সকল উপাদান
এভাবেই চলে নির্মাণ
এভাবেই বিনির্মাণ ।

জীবন্ত যেন প্রতিটি অক্ষর
সমাজ বদলের কারিগর
কীর্তির চেয়ে বৃহৎ অবিনশ্বর
বঞ্চিতের কাছে সমান যিনি ঈশ্বর ।

অসামান্যের জন্য বড়ই সামান্য বিশেষণ
একজন দীপ্তিমান দীপাঞ্জন,
মানবতার বাতিঘর কর্মময় সদা চলমান
অসামান্য কালজয়ী সত্ত্বা একজন হাবিবুর রহমান ।

(বাংলাদেশ পুলিশের জীবন্ত কিংবদন্তী ডিআইজি হাবিবুর রহমান স্যার কে উৎসর্গীকৃত)

শেয়ার করুন

এ বিভাগের আরও খবর
© All rights reserved © 2014 Amar News
Site Customized By Hasan Chowdhury