দীপক সূত্রধর:
আন্তর্জাতিক মাতৃভাষা দিবস উপলক্ষে ভাষা শহীদের রক্তে অঙ্কিত রাজপথে চেতনার মশাল উজ্জীবিত করতে আল্পনা উৎসব ও আলোচনা সভা অনুষ্ঠিত হয়েছে।
আজ সোমবার(২০ ফেব্রুয়ারি) বিকেলে শহরের বেউথা ব্রিজের উপর আল্পনা ও আলোচনা সভা অনুষ্ঠানে প্রধান অতিথির বক্তব্য রাখেন পৌরসভার মেয়র মোঃ রমজান আলী।
এসময় স্বেচ্ছাসেবী সংগঠন গুলোর মধ্যে দিশারী,বারসিক,আলোর পথ,সৃজন ওপেন রোভার স্কাউট,গ্রীন ক্লাব,সেভ দ্যা নেচার,ওপেন ফ্রেন্ডস ক্লাবের আয়োজনে অন্যান্যদের মধ্যে আরও বক্তব্য রাখেন ঘাতক দালাল নির্মূল কমিটির সভাপতি এ্যাড. দীপক কুমার ঘোষ,প্রেসক্লাবের সাবেক সাধারণ সম্পাদক ও দিশারী উপদেষ্টা জাহাঙ্গীর আলম বিশ্বাস,পৌরসভার স্থানীয় কাউন্সিলর আবু মোঃ নাহিদ, দিশারী উপদেষ্টা ও দৈনিক আমার নিউজ পত্রিকার সম্পাদক ও প্রকাশক মোঃ আকরাম হোসেন,দিশারীর সভাপতি মোঃ হাসান শিকদার ,সাধারণ সম্পাদক আবুল হাসনাত, সৃজন ওপেন রোভার স্কাউট গ্রুপের আর এস এল মিজানুর রহমান সোহাগ প্রমুখ।
প্রধান অতিথির বক্তব্যে মেয়র মোঃ রমজান আলী বলেন, বাংলা ভাষার জন্য যারা রক্ত দিয়েছেন তাদের মধ্যে আমাদের মানিকগঞ্জের শহীদ রফিক অন্যতম। ভাষা শহীদদের স্মৃতিকে স্মরণ করতে স্বেচ্ছাসেবী সংগঠন গুলোর এমন কাজ খুবই প্রশংসনীয়।আমি বলবো প্রতি বছরই এমন উদ্যোগ গ্রহণ করা হোক।
প্রায় ৫ বছর যাবৎ এই আল্পনা উৎসব করে আসচ্ছেন এই স্বেচ্ছাসেবী সংগঠন গুলো বলে জানান মো হাসান শিকদার।