এস এম আকরাম হোসেন :
আন্তর্জাতিক মাতৃভাষা দিবস উপলক্ষে মানিকগঞ্জের কেন্দ্রীয় শহীদ মিনারে ফুল দেওয়ার পর জেলা শ্রমিকলীগের নেতার নাম বলাবলি নিয়ে জেলা আওয়ামী লীগের নেতাদের উপস্থিতিতে মারামারির ঘটনা ঘটেছে। এতে বাশের আঘাত ও কিলঘুষিতে যুবলীগ নাজমুল, ডা: প্রদীপ বসু,স্বেচ্ছাসেবক লীগ কাজল ও শ্রমিলীগ নেতা কাদের সহ অন্তত ১০ জন আহত হয়েছে।
আজ সকাল সাড়ে ৯ টার দিকে জেলা আওয়ামী লীগের সভাপতি এ্যাডভোকেট গোলাম মহীউদ্দীন সভাপতিত্বে আলোচনা শেষে ফুল দেওয়ার পর এ ঘটনা ঘটে। জেলা শ্রমিক লীগ নেতা আব্দুল জলিল ও বাবুল সরকারের নেতাকর্মীদের মধ্যে প্রথমে শুরু হয়। পরে যুবলীগ ও স্বেচ্ছাসেবক লীগও মারামারিতে জরিয়ে পড়েন।
এসময় জেলা আওয়ামী সাধারণ সম্পাদক আব্দুস সালাম, সাবেক যুগ্ন সাধারণ সম্পাদক সুলতানুল আজম খান আপেল ও কাজী এনায়েত হোসেন টিপু সহ জেলার কয়েকজন নেতা মারামারি থামানোর চেষ্টা করে।
পরে পুলিশের হস্তক্ষেপে পরিস্থিতি নিয়ন্তনে আসে।
উল্লেখ্য মানিকগঞ্জ জেলা শ্রমিকলীগের পরস্পর দুইটি কমিটি হয়। কমিটির বৈধতা নিয়ে আদালতে মামলা হয়। দীর্ঘদিন যাবৎ জেলা শ্রমিকলীগের আব্দুল জলিল ও বাবুল সরকার সভাপতি দাবী করে আসছিলেন। তার জেরধরে এ সংঘর্ষের ঘটনা ঘটে।