এস এম আকরাম হোসেন :
যথাযোগ্য মর্যাদায় মুন্নু ইন্টারন্যাশনাল স্কুল অ্যান্ড কলেজে মহান আন্তর্জাতিক মাতৃভাষা ও শহিদ দিবস পালিত।
একুশের প্রথম প্রহরে মানিকগঞ্জ সদরে অবস্থিত কেন্দ্রীয় শহিদ মিনারে প্রভাতফেরির মাধ্যমে সকল ভাষা শহিদের প্রতি গভীর শ্রদ্ধা নিবেদন করে পুষ্পস্তবক অর্পণ করেন লে. কর্নেল মোঃ জহিরুল ইসলাম (অব.),অধ্যক্ষ, মুন্নু ইন্টারন্যাশনাল স্কুল অ্যান্ড কলেজ।
পুষ্পস্তবক অর্পণের সময় উপস্থিত ছিলেন অন্যান্য শিক্ষকবৃন্দ এবং শিক্ষার্থী। এছাড়াও মুন্নু ইন্টারন্যাশনাল স্কুল অ্যান্ড কলেজ সংলগ্ন এলাকায় অর্থাৎ মুন্নু সিটিতে প্রভাতফেরির মাধ্যমে ক্যাম্পাস শহিদ মিনারে পুষ্পস্তবক অর্পণের মাধ্যমে শুরু হয় শহিদের প্রতি শ্রদ্ধা নিবেদন। মহান আন্তর্জাতিক মাতৃভাষা ও শহিদ দিবসের তাৎপর্যকে শিক্ষার্থীদের মাঝে তুলে ধরার লক্ষ্যে দুটি প্রতিযোগিতার আয়োজন করা হয়। অঙ্কন ও রচনা প্রতিযোগিতা। অঙ্কন প্রতিযোগিতার বিষয় বস্তু ছিলো শহিদ মিনার ও ভাষা-আন্দোলন । রচনা প্রতিযোগিতার বিষয়বস্তু ছিলো আন্তর্জাতিক মাতৃভাষা দিবস ও ভাষা আন্দোলন থেকে মুক্তিযুদ্ধ। এরপরে শুরু হয় প্রধান অতিথি লেফটেন্যান্ট কর্নেল মোঃ জহিরুল ইসলাম (অব.) অধ্যক্ষ, মুন্নু ইন্টারন্যাশনাল স্কুল অ্যান্ড কলেজ ও বিশেষ অতিথি, অধ্যক্ষ পত্নী রহমত আরা লস্কর ম্যাডামের উপস্থিতিতে সকল ভাষা শহিদের স্মরণে সাংস্কৃতিক প্রযোজনা।
সাংস্কৃতিক প্রযোজনায় ছিলো ভাষা আন্দোলন ভিত্তিক কবিতা আবৃত্তি, গান, নৃত্য, ডিসপ্লে। অঙ্কন ও রচনা প্রতিযোগিতায় বিজয়ীদের মধ্যে পুরস্কার বিতরণ শেষে সমাপনী বক্তব্য রাখেন অনুষ্ঠানের প্রধান অতিথি লে. কর্নেল মোঃ জহিরুল ইসলাম, (অব.)। তিনি বলেন – রক্ত দিয়ে কেনা এই বাংলা ভাষা। শুধু একুশে ফেব্রুয়ারি এই দিনটিতেই আমরা ভাষা শহিদেরকে স্মরণ করবো না, ভাষা শহিদকে আমরা অন্তরে লালন করবো, একুশের চেতনায় ভবিষ্যত প্রজন্মকে উজ্জীবিত করবো।