আল-আমিন, স্টাফ রিপোর্টারঃ
‘আহা আজ এ বসন্তে, এতো ফুল ফুটে, এতো বাঁশি বাজে…’ কবিগুরুর এ গানের সুর এখন বাজছে যেনো প্রকৃতিতে।সেই সুর আবার বুঝি ঢেউ তুলেছে মানিকগঞ্জ সরকারি দেবেন্দ্র কলেজে। ঋতুরাজ বসন্তের আগমনী বার্তাকে পৌঁছে দিতে কলেজের সব বিভাগের ন্যায় বাংলা বিভাগেও আয়োজন করা হয়েছে ‘বসন্ত উৎসব’।
প্রতিবছরের মতো বৃহস্পতিবার (২৩ ফেব্রুয়ারী) সকাল ১০ টায় বর্ণাঢ্য র্যালির মধ্যে দিয়ে কলেজের বাংলা বিভাগে মনোরম পরিবেশনার মধ্যে দিয়ে এ উৎস অনুষ্ঠিত হয়।
সকাল থেকেই হলুদ ও লাল শাড়ি, পাঞ্জাবি পরে হাতে ফুল নিয়ে শিক্ষার্থীরা কলেজ ক্যাম্পাসে আসতে শুরু করে। শিক্ষার্থীদের পদচারণায় মুখর হয়ে উঠে কলেজ ক্যাম্পাস। বিশেষ করে নজরুল চত্বর, দানবীর শহীদ রনদা প্রসাদ সাহা চত্বর, কাঠ বাগান, পুকুর পড় শহীদ মিনার প্রাঙ্গণ।
এসময় উপস্থিত ছিলেন, সরকারি দেবেন্দ্র কলেজের অধ্যক্ষ প্রফসর ড. মোঃ রেজাউল করিম, সরকারি দেবেন্দ্র কলেজের উপাধ্যক্ষ প্রফেসর বদর উদ্দিন আহাম্মদ, শিক্ষক পরিষদের সাধারণ সম্পাদক গিরীন্দ্র কুমার রায়, বাংলা বিভাগের বিভাগীয় প্রধান শিউলী ইয়াসমীন,মো:সায়েদুর রহমান,সহযোগী অধ্যাপক, বাংলা বিভাগের সহকারী অধ্যাপক জাফর ইকবাল, প্রভাষক জাইমুর রহমান মহৎ প্রমুখ।
ক্যাম্পাস ঘুরে দেখা গেছে, কলেজের চত্বর গুলোতে কেউ বন্ধু-বান্ধবী সঙ্গে, কেউবা প্রিয় মানুষটির সঙ্গে উৎসবে মেতে উঠেছে। সবাই একে অপরের সঙ্গে বিনিময় করছে বসন্তের শুভেচ্ছা। গল্প-আড্ডায় সময় পার করছেন।
এর আগে ইংরেজি বিভাগ, গণিত বিভাগ, হিসাববিজ্ঞান বিভাগ, অর্থনীতি ও ব্যাংকিং বিভাগেও বসন্ত উৎসব করা হয়।
অধ্যক্ষ ড. মোঃ রেজাউল করিম বলেন, বাংলাদেশ ষড়ঋতু দেশ। প্রত্যেকটির সমান গুরুত্ব। দেবেন্দ্র কলেজ প্রতিবছরই বসন্ত উৎসবের আয়োজন করে থাকে। শিক্ষার্থীরাও বিপুল আগ্রহে দিনটিকে উৎযাপন করে থাকে।