এস এম আকরাম হোসেন :
চাঁদা না পেয়ে মানিকগঞ্জের হরিরামপুর উপজেলার ধূলশুড়া ইউনিয়ন ছাত্রলীগের সাধারণ সম্পাদক মো: তানজিদ মাহমুদ ইসলাম রবিনের বিরুদ্ধে বিদ্যালয়ের এক প্রধানশিক্ষককে লাঠি দিয়ে পেটানোর অভিযোগ পাওয়া গেছে। এ ঘটনায় গত শুক্রবার থানায় মামলা করেছেন ভূক্তভোগী ওই শিক্ষক। আহত প্রধান শিক্ষক মানিকগঞ্জ ২৫০ শয্যা জেলা হাসপাতালের পুরাতন ভবনের দ্বিতীয় তলায় ৩৫ নং বেডে ভর্তি আছেন।
ওই শিক্ষকের নাম মো. আলতাফ হোসেন খান (৫৪)। তিনি উপজেলার ইব্রাহিমপুর ঈশ্বরচন্দ্র উচ্চবিদ্যালয়ের প্রধান শিক্ষক।
এজাহার এবং বিদ্যালয় সূত্রে জানা যায়, বিভিন্ন সময়ে বিভিন্ন অনুষ্ঠানের নামে প্রধান শিক্ষক আলতাফ হোসেন খানের কাছে চাঁদা দাবি করে আসছিলেন ছাত্রলীগ নেতা তানজিদ মাহমুদ ইসলাম রবিন।তবে টাকা দিতে অস্বীকার করলে ছাত্রলীগ নেতা প্রধান শিক্ষকের ওপর ক্ষিপ্ত হন। গত বৃহস্পতিবার (২৩ ফেব্রুয়ারি) বেলা তিনটার দিকে মোটরসাইকেলে করে বিদ্যালয়ের কম্পিউটার ল্যাব অপারেটর শুভ্র দত্তকে নিয়ে প্রধান শিক্ষক উপজেলা সদরে অগ্রণী ব্যাংকে যাচ্ছিলেন। পথে মোহনপুর এলাকায় মোটরসাইকেলের সামনে এসে গতিরোধ করেন ছাত্রলীগ নেতা তানজিদসহ তাঁর ছয় থেকে সাতজন সহযোগী। এ সময় তাঁরা প্রধান শিক্ষক আলতাফ হোসেনকে মারধর ও লাঠি দিয়ে পেটানো হয়। এ সময় তাঁকে রক্ষা করতে গেলে কম্পিউটার অপারেটর শুভ্র দত্তকেও মারধর করা হয়। এ সময় শিক্ষকের পাঞ্জাবির পকেট থেকে ৫ হাজার ৫০০ টাকা, হাতঘড়ি ও মুঠোফোন সেট হাতিয়ে নিয়ে হামলাকারীরা সেখান থেকে চলে যান। পরে স্থানীয় লোকজন তাঁদেরকে উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নিয়ে যান। পরে হাসপাতালে তাঁদেরকে প্রাথমিক চিকিৎসা দেওয়া হয়।
এ ঘটনায় ভূক্তভোগী প্রধান শিক্ষক বাদি হয়ে ওই ছাত্রলীগ নেতা তানজিদ মাহমুদ ইসলাম রবিনসহ তাঁর ছয় সহযোগীকে আসামি করে থানায় মামলা করেছেন। গত বৃহস্পতিবার হামলার সঙ্গে জড়িত এজাহারভূক্ত নয়ন নামের এক আসামিকে গ্রেপ্তার করেছে পুলিশ।
প্রধান শিক্ষক আলতাফ হোসেন বলেন, ছাত্রলীগ নেতা তানজিদ তাঁর বিদ্যালয়ের প্রাক্তণ ছাত্র। অনুষ্ঠানের নামে বিভিন্ন সময় তানজিদ তাঁর কাছে চাঁদা দাবি করে আসছিল। এ ছাড়া বিদ্যালয়ের সীমানাপ্রাচীরের বাইরে ঝালমুড়ি বিক্রেতাকে বসতে বলা হয়। এসব নিয়ে ক্ষিপ্ত হন তানজিদ ও তাঁর সহযোগীরা তাঁকে কিলঘুষি ও লাঠি দিয়ে পেটায়।
অভিযোগের বিষয়ে ছাত্রলীগ নেতা তানজিদ মাহমুদের বক্তব্য পাওয়া যায়নি। তাঁর মুঠোফোনে একাধিকবার কল করা হলে তা বন্ধ পাওয়া যায়।
এ ব্যাপারে জেলা ছাত্রলীগের সভাপতি এম এ সিফাত কুরাইশী ওরফে সুমন বলেন, শিক্ষকের ওপর ছাত্রলীগের কেউ যদি হামলা করে থাকলে দল থেকে তাঁকে বহিস্কার করা হবে।
হরিরামপুর উপজেলা মাধ্যমিক শিক্ষক সমিতির সভাপতি মো: সিদ্দিকুর রহমান জানান, প্রধান শিক্ষক আলতাফ হোসেন খানের উপর হামলার ঘটনার তীব্র নিন্দা ও প্রতিবাদ জানান। সেই সাথে ঘটনার সাথে জরিতদের দ্রুত গ্রেফতার করে শাস্তির জোর দাবী করেন।
হরিরামপুর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) সুমন কুমার আদিত্য বলেন, শিক্ষকের ওপর হামলার ঘটনায় তানজিদ মাহমুদসহ ছয়জনের বিরুদ্ধে মামলা হয়েছে। এ ঘটনায় এক আসামিকে গ্রেপ্তার করা হয়েছে। বাকিদেরও গ্রেপ্তারের চেষ্টা চলছে।