মানিকগঞ্জ প্রতিনিধি:
নরসিংদীর শিবপুর উপজেলা চেয়ারম্যান হারুন উর রশিদের উপর গুলিবর্ষণ ও হামলার প্রতিবাদে মানিকগঞ্জে সংবাদ সম্মেলন করেছে উপজেলা চেয়ারম্যানবৃন্দ।
আজ সোমবার দুপুরে উপজেলা পরিষদ চেয়ারম্যান এসোসিয়েশন মানিকগঞ্জ জেলার সভাপতি সদর উপজেলা চেয়ারম্যান ইসরাফিল হোসেনের সভাপতিত্বে অন্যান্যদের মধ্যে বক্তব্য রাখেন সাটুরিয়া উপজেলা চেয়ারম্যান বীরমুক্তিযোদ্ধা আব্দুল মজিদ ফটো, মুশফিকুর রহমান হান্নান,বীরমুক্তিযোদ্ধা রেজাউর রহমান খান জানু, দৌলতপু উপজেলা চেয়ারম্যান নুরুল ইসলাম রাজা, হরিরামপুর উপজেলা চেয়ারম্যান দেওয়ান সাইদুর রহমান সহ অন্যান্যরা
সভায় বক্তারা নরসিংদীর চেয়ারম্যান হারুন উর রশিদ উপর হামলার ঘটনার তীব্র নিন্দা ও প্রতিবাদ জানাইয়ে দৃষ্টান্তমূলক শাস্তির দাবী জানান। বর্তমানে আমরা চেয়ারম্যানগন নিরাপত্তাহীনতায় ভূগছি। সরকারের কাছে দাবী আমাদের নিরাপত্তা বিষয় বিবেচনা করে ব্যবস্থা নেওয়ার দাবী জানান।