নাজমুল হোসেন :
“ক্রীড়াই শক্তি ক্রীড়াই মুক্ত” এই স্লোগান কে সামনে রেখে অত্যান্ত সুন্দর পরিবেশে নানা আয়োজনের মধ্য দিয়ে মানিকগঞ্জ জেলার অন্যতম সুনামধন্য বিদ্যালয় জেনিথ স্কুল এন্ড কলেজ এর বার্ষিক ক্রীড়া প্রতিযোগিতা অনুষ্ঠিত হয়েছে।
আজ বৃহস্পতিবার (০৯ মার্চ) সকালে মানিকগঞ্জ সরকারি দেবেন্দ্র কলেজের মাঠে জেনিথ স্কুল এন্ড কলেজ এর বার্ষিক ক্রীড়া প্রতিযোগিতা অনুষ্ঠিত হয়।
অনুষ্ঠানের শুভ উদ্বোধন করেন মানিকগঞ্জ সরকারি দেবেন্দ্র কলেজের অধ্যক্ষ মোঃ রেজাউল করিম। সভাপতিত্ব করেন জেনিথ স্কুল এন্ড কলেজের প্রতিষ্ঠাতা অধ্যক্ষ মোঃ মিজানুর রহমান।
এছাড়াও বক্তব্য রাখেন মানিকগঞ্জ জেলা প্রেসক্লাবের সাবেক সাধারণ সম্পাদক ও মানিকগঞ্জ শাখা সুসাশনের জন্য নাগরিক (সুজন) এর সাধারণ সম্পাদক জাহাঙ্গীর আলম বিশ্বাস, দৈনিক আমার নিউজ পত্রিকার সম্পাদক ও প্রকাশক ও মানিকগঞ্জ টেলিভিশন জার্নালিস্ট এসোসিয়েশনের সাধারণ সম্পাদক মোঃ আকরাম হোসেন। এছাড়াও উপস্থিত ছিলেন বিদ্যালয়ের শিক্ষক – শিক্ষার্থী ও অবিভাবক বৃন্দরা।
অনুষ্ঠানে বক্তারা বলেন বর্তমানে অনেক বিদ্যালয়ে খেলাধুলার মাঠ নেই। তার মধ্যে জেনিথ স্কুল এন্ড কলেজ একটি। খেলাধুলার মাঠ না থাকা সত্যেও তারা শিক্ষার্থীদের খেলাধুলার এমন আয়োজন করেছে এটি প্রসংসনীয়। বাংলাদেশ সরকারের উচিত যেসব বিদ্যালয়ের খেলার মাঠনেই তাদের খেলার মাঠের ব্যাবস্থা করা। কারণ খেলাধুলা শিক্ষার অপরিহার্য অঙ্গ শিক্ষার্থীর দেহ-মন উভয়ই উপযুক্ত রূপে গঠিত হতে পারে খেলাধুলার মাধ্যমে। শিশুমন স্বভাবতই চঞ্চল। তাই বিদ্যালয়ের রুটিন বাধা পড়াশোনার মাধ্যমে বিরাম দিতে হলে লেখাপড়ার সঙ্গে খেলাধুলার ব্যবস্থা রাখা অপরিহার্য। খেলাধুলা ছাত্রদের লেখাপড়ার উৎসাহ তৈরি করে, মনে আনন্দ দেয় ও দেহে সজীবতা সঞ্চার করে। খেলাধুলা শিক্ষার্থীদের জন্য অত্যান্ত গুরুত্বপূর্ণ।