স্টাফ রিপোর্টার:
বাংলাদেশ পুলিশ ট্রেইনি রিক্রুট কনস্টেবল পদে নিয়োগ পরীক্ষা, ডিসেম্বর ২০২২ এর চূড়ান্ত ফলাফল ঘোষনা হয়েছে।
১৫ মার্চ ২০২৩ রাত ০৮.০০ ঘটিকায় মানিকগঞ্জ পুলিশ সুপার পিপিএম-বার মোহাম্মাদ গোলাম আজাদ খানের সভাপতিত্বে গঠিত নিয়োগ বোর্ডের সমন্বয়ে মানিকগঞ্জ জেলা হতে বাংলাদেশ পুলিশ ট্রেইনি রিক্রুট কনস্টেবল (টিআরসি) পদে নিয়োগ পরীক্ষার চূড়ান্ত ফলাফল ঘোষনা করা হয়।
এর আগে ২৬ ফেব্রুয়ারি ২০২৩ মানিকগঞ্জ জেলার পুলিশ লাইন্স মাঠে প্রার্থীদের শারীরিক মাপ ও কাগজপত্র যাচাই সম্পন্ন হয়। ২৭ ফেব্রুয়ারি ২০২৩ প্রার্থীদের Physical Endurance Test (২য় দিনের) কার্যক্রম পরিচালিত হয় । ২৮ ফেব্রুয়ারি ২০২৩ প্রার্থীদের Physical Endurance Test (PET) এর ৩য় দিনের কার্যক্রম অনুষ্ঠিত হয়। ০৬ মার্চ, ২০২৩ মানিকগঞ্জ পুলিশ লাইন্স ড্রিল শেডে তিনদিনের শারীরিক সক্ষমতা যাচাই এ উত্তীর্ণ মোট ৫১৯ জন প্রার্থীর লিখিত পরীক্ষা অনুষ্ঠিত হয়। এদের মধ্যে ৪৭৬ জন পুরুষ ও ৪৩ জন নারী প্রার্থী।
১৫ মার্চ ২০২৩ সকাল সাড়ে ৯ টায় লিখিত পারীক্ষায় উত্তীর্ণ ১১৪ জন প্রার্থী নাম মেধাক্রম অনুযায়ী নাম ঘোষনা শেষে ঐ দিনই মনস্তাত্ত্বিক ও মৌখিক পরীক্ষা অনুষ্ঠিত। রাত ০৮.০০ ঘটিকায় মনস্তাত্ত্বিক ও মৌখিক পরীক্ষায় অংশগ্রহণকারী ১১৪ জন প্রার্থীর মধ্য হতে মেধাক্রম অনুযায়ী চূড়ান্ত ভাবে কৃতকার্য মোট ৫৩ জন প্রার্থীর নাম ঘোষনা করেন নিয়োগ বোর্ডের সভাপতি মানিকগঞ্জ পুলিশ সুপার পিপিএম-বার মোহাম্মাদ গোলাম আজাদ খান। এদের মধ্যে পুরুষ প্রার্থী ৪৫ জন ও নারী প্রার্থী ৮ জন।
পুলিশ সুপার বলেন, টিআরসি নিয়োগ ডিসেম্বর ২০২২ হয়েছে স্বচ্ছ, নিরপেক্ষ এবং দুর্নীতিমুক্ত। যে সকল প্রার্থী প্রতিটি পরীক্ষায় শারীরিকভাবে যোগ্য, মেধাবী ও সৎ শুধুমাত্র তারাই তাদের যোগ্যতার ভিত্তিতে নিয়োগযোগ্য হিসেবে মনোনীত হয়েছে।
এ সময় পুলিশ হেডকেয়ার্টার্স, বাংলাদেশ পুলিশ,ঢাকা কর্তৃক মনোনীত নিয়োগ বোর্ডের অন্যান্য সদস্যসহ মানিকগঞ্জ জেলা পুলিশের অতিরিক্ত পুলিশ সুপার (প্রশাসন ও অর্থ) সুজন সরকার, অতিরিক্ত পুলিশ সুপার, ডিএসবি নুরজাহান লাবনী ও বিভিন্ন পদমর্জাদার পুলিশ সদস্যগণ উপস্থিত ছিলেন।