স্টাফ রিপোর্টার:
সাবেক মন্ত্রী কর্ণেল (অব:) এ মালেক কুরআন শিক্ষা ফাউন্ডেশনের মসজিদ ভিত্তিক কুরআন শিক্ষা প্রকল্প ২০২৩ উদ্যোগে বিনামূল্যে শিক্ষা উপকরণ বিতরণ করা হয়েছে। এতে উপস্থিত ছিলেন অতিরিক্ত জেলা প্রশাসক ( সার্বিক) সানোয়ারুল হক।
আজ ২১ মার্চ মঙ্গলবার সকালে মানিকগঞ্জ বাসস্ট্যান্ড জয়রা বায়তুল আমান জামে মসজিদে মানিকগঞ্জ স্বপ্ন ট্রান্সপোর্ট লিমিটেডের আয়োজনে মানিকগঞ্জ পৌর আওয়ামী লীগের সাধারণ সম্পাদক মোঃ জাহিদুল ইসলাম জাহিদের সভাপতিত্বে এই শিক্ষা উপকরণ বিতরণ করা হয়।
এসময় আরোও উপস্থিত ছিলেন পৌর মেয়র রমজান আলী, সাবেক যুগ্ম সাধারণ সম্পাদক সুলতানুল আজম খান আপেল, সদর উপজেলা আওয়ামীলীগের সাধারণ সম্পাদক আফসার উদ্দিন সরকার, বায়তুল আমান জামে মসজিদের সদস্য সচিব মো: খবিরুল আলম চৌধুরী, পৌর আওয়ামীলীগের সভাপতি আরশেদ আলী বিশ্বাস, জেলা পরিষদের সাবেক প্যানেল চেয়ারম্যান শামীম হোসেন, জেলা শ্রমিকলীগের সভাপতি আব্দুল জলিল, পৌর আওয়ামীলীগের প্রচার সম্পাদক মাহিদুল ইসলাম মাহিদ, দপ্তর সম্পাদক জুলফিকারসহ অন্যান্যরা।
সঞ্চালনা করেন হাফেজ মাওলানা মুফতি ইলিয়াস আহমদ।
মানিকগঞ্জ পুরা রমজান মাসে পৌরসভার ৯ টি ওয়ার্ডের ৩৩ টি মসজিদের প্রতিনিধির হাতে কায়দা, রেহেল সহ অন্যান্য শিক্ষা উপকরণ বিতরন করা।