অভি হাসান:
মানিকগঞ্জে সেচ্ছাসেবী সংগঠন আদর্শ সমাজের পক্ষ থেকে অর্ধশতাধিক অসুস্থ, গরীব দুস্থ মানুষের মাঝে ইফতার সামগ্রী বিতরণ করা হয়েছে।
আজ ২৪ মার্চ শুক্রবার দুপুরে শহরের পশ্চিম সেওতা এলাকার অর্ধ শতাধিক অসুস্থ ও গরীব অসহায় পরিবারের মাঝে বাড়ি বাড়ি গিয়ে সংগঠনের নেতৃবৃন্দরা এই ইফতার সামগ্রী বিতরণ করেন।
এসময় উপস্থিত ছিলেন মানিকগঞ্জ প্রেসক্লাবের সাবেক সাধারন সম্পাদক ও আদর্শ সমাজের অন্যতম উপদেষ্টা জাহাঙ্গীর আলম বিশ্বাস, সংগঠনের সভাপতি অ্যাডভোকেট মো: রফিকুল ইসলাম, সাধারণ সম্পাদক সাংবাদিক মো: আকরাম হোসেন, সহ সভাপতি এম এ রহিম, যুগ্ম সম্পাদক আতোয়ার রহমান, সাংগঠনিক সম্পাদক এস এম ইব্রাহিম হোসেন, অর্থ সম্পাদক মাসুদ রানা চুন্নু, মহিলা বিষয়ক সম্পাদক শিল্পী আক্তার সহ অন্যান্যরা।
সংগঠনের সাধারণ সম্পাদক সাংবাদিক মো : আকরাম হোসেন বলেন,এই ইফতার সামগ্রী বিতরণ কর্মসূচীতে সহযোগিতা করেছেন এই এলাকার কৃতি সন্তান পৌর আওয়ামীলীগের সাধারণ সম্পাদক ও জেলা সড়ক পরিবহন মালিক সমিতির সাধারন সম্পাদক মো: জাহিদুল ইসলাম জাহিদ, গুডলাক সিএনজির মালিক বিশিষ্ট ব্যাবসায়ী মো:সিরাজুল ইসলাম, নবীন সিনেমা হলের মালিক ও মানিকগঞ্জ ডেভেলপার এসোসিয়েশনের মহিলা বিষয়ক সম্পাদিকা কাজী বিপু রহমান। তাদের প্রত্যেককে সাংগঠনের পক্ষ থেকে আন্তরিক ধন্যবাদ ও কৃতজ্ঞতা জানাই। আগামীতে সংগঠনের ভালো কাজে তাদের পাশে পাব এই প্রত্যাশা করছি।
আদর্শ সমাজের সভাপতি রফিকুল ইসলাম বলেন, প্রতি প্যাকেটে এক কেজি ছোলা,আধা কেজি করে চিনি,মুড়ী ও খেজুর বিতরণ করা হয়। ২০২২ সালে সংগঠনটি প্রতিষ্ঠিত হওয়ার পর থেকে পরীক্ষার্থীদের পরীক্ষা উপকরণ, কৃতি শিক্ষার্থীসংবর্ধনা,শীতার্তদের মাঝে কম্বল বিতরণ সহ বিভিন্ন সামাজিক কাজ করে যাচ্ছে। ভবিষ্যতেও এধরনের কাজ অব্যাহত থাকবে বলে জানান তিনি।