স্টাফ রিপোর্টার:
মানিকগঞ্জ সদর উপজেলার পুটাইল ইউনিয়নের বাইতরা মৌজায় ভেক্যু দিয়ে এবং নদী থেকে ড্রেজার দিয়ে অবৈধভাবে মাটিকাটা ও ইটভাটায় বিক্রি করার অপরাধে ২ জনকে মোট ৪,০০,০০০/= (চার লক্ষ) টাকা অর্থদণ্ড আরোপ ও আদায় করা হয়েছে।
মঙ্গলবার (২১ মার্চ) মানিকগঞ্জ সদর উপজেলা সহকারী কমিশনার (ভূমি) ও এক্সিকিউটিভ ম্যাজিস্ট্রেট আসমা উল হুসনা ভ্রাম্যমাণ আদালত পরিচালনা করেন। অভিযানে সহায়তা প্রদান করেন মানিকগঞ্জ জেলা পুলিশের একটি টিম।
অভিযানে বলা হয় ভেক্যু দিয়ে এবং নদী থেকে ড্রেজার দিয়ে অবৈধভাবে মাটিকাটা ও ইটভাটায় বিক্রি করার অপরাধে বালুমহাল ও মাটি ব্যবস্থাপনা আইন, ২০১০ এর ১৫(১) ধারার অভিযোগে এই জরিমানা করা হয়েছে।