স্টাফ রিপোর্টার:
পবিত্র মাহে রমজান ও মহান স্বাধীনতা ও জাতীয় শিশু দিবস উপলক্ষে ন্যাশনাল চিলড্রেন’স টাক্সফোর্স (এনসিটিএফ) মানিকগঞ্জ জেলা কমিটির উদ্যোগে কুইজ প্রতিযোগিতা, আলোচনা সভা ও ইফতার মাহফিল অনুষ্ঠিত হয়েছে।
আজ ২৬ মার্চ রবিবার ( ৩য় রমজান) বিকেলে বাংলাদেশ শিশু একাডেমী মানিকগঞ্জ জেলা কার্যালয়ে জেলা এনসিটিএফ এর সভাপতি নুসরাত জাহান ইভার সভাপতিত্বে অনুষ্ঠিত সভায় প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন মানিকগঞ্জ জেলা শিশু বিষয়ক কর্মকর্তা মোঃ শাহিন উদ্দিন।
এসময় উপস্থিত ছিলেন সুশাসনের জন্য নাগরিক সুজন জেলা কমিটির সাধারণ সম্পাদক ও সাবেক সাধারন সম্পাদক জাহাঙ্গীর আলম বিশ্বাস, দৈনিক আমার নিউজের সম্পাদক ও প্রকাশক আকরাম হোসেন, এনসিটিএফ মানিকগঞ্জ জেলা শাখার উপদেষ্টা ও সাবেক সভাপতি হাসান শিকদার, এনসিটিএফ কেন্দ্রীয় কমিটির সাবেক যুগ্ম সাধারণ সম্পাদক মহিউদ্দিন রহমান, এনসিটিএফ মানিকগঞ্জ জেলা কমিটির সাবেক যুগ্ম সাধারণ সম্পাদক মহিদুর রহমান, সাবেক সদস্য স্বপন মিয়া, এনসিটিএফ জেলা কমিটির চাইল্ড পার্লামেন্ট মেম্বার তাহমিনা আফরিন মোহনা, চাইল্ড পার্লামেন্ট মেম্বার মেহেরাব উদ্দিন আহমেদ, শিশ সাংবাদিক সামিন রহমান রুপান্তর,ইয়ুথ মেন্টর গ্রুপের সদস্য ইয়ারুল খান ইমন,ওয়াসিম মিয়া সহ আরও অনেকে।
এনসিটিএফ জেলা কমিটির সাধারণ সম্পাদক আসাদুল ইসলাম আসাদ অনুষ্ঠানের সঞ্চালনা করেন।