দীপক সূত্রধর:
২৬শে মার্চ মহান স্বাধীনতা ও জাতীয় দিবস উপলক্ষে যথাযথ মর্যাদায় সরকারি দেবেন্দ্র কলেজে আলোচনা সভা ও দোয়া মাহ্ফিল অনুষ্ঠিত হয়েছে।
আজ রবিবার (২৬ মার্চ) বিকেলে কলেজ মিলনায়তনে কলেজের অধ্যক্ষ প্রফেসর ড. মোঃ রেজাউল করিমের সভাপতিত্বে প্রধান অতিথির বক্তব্য রাখেন জেলা আওয়ামীলীগের সভাপতি এ্যাড. গোলাম মহিউদ্দীন।
এসময় অন্যান্যদের আরও বক্তব্য রাখেন কলেজের উপাধ্যক্ষ প্রফেসর বদর উদ্দিন আহাম্মদ,কলেজ শিক্ষক পরিষদের সাধারণ সম্পাদক গিরীন্দ্র কুমার রায় প্রমুখ।
আলোচনা সভায় বক্তারা ১৯৭১ সালের কথা এবং পাকিস্তানী বাহিনীদের নির্মম হত্যাকাণ্ডের কথা তুলে ধরেন।
এছাড়াও এসময় অন্যান্যদের আরও উপস্থিত ছিলেন ফিন্যান্স এন্ড ব্যাংকিং বিভাগের সহযোগি অধ্যাপক মোঃ মিজানুর রহমান, বাংলা বিভাগের সহকারি অধ্যাপক মোঃ জাফর ইকবাল,অর্থনীতি বিভাগের প্রভাষক মোঃ আহমাদুল্লাহ সহ অন্যান্য বিভাগের শিক্ষক-শিক্ষিকা মন্ডলী।
আলোচনা সভা শেষে দোয়া মাহ্ফিলের পর ইফতারের আয়োজন করা হয়।
এর আগে অত্র কলেজের শিক্ষক-শিক্ষিকারা লাল সবুজের পাঞ্জাবি-শাড়ি পরিধান করে ছাত্রছাত্রীদের নিয়ে সকালে মানিকগঞ্জ কেন্দ্রীয় শহীদ স্মৃতিফলকে পুস্পস্তবক অর্পণের মাধ্যমে শহীদের প্রতি শ্রদ্ধা নিবেদন করেন।