সিংগাইর প্রতিনিধি
মানিকগঞ্জের সিংগাইরে অগ্নিকান্ডে চানাচুর ফ্যাক্টরী পুড়ে ছাই হয়ে প্রায় ১০ লক্ষ টাকার ক্ষতিসাধিত হয়েছে।
স্থানীয়রা জানান, উপজেলার চারিগ্রাম ইউনিয়নের উত্তর জাইল্লা গ্রামে ভাই ভাই চানাচুর ফ্যাক্টরীতে বৃহস্পতিবার ভোররাতে বিদ্যুতের শর্কশার্কিট থেকে আগুনের সূত্রপাত। প্রতিবেশী রশিদ আব্বাছ প্রথমে ফ্যাক্টরীর ভিতরে আগুন দেখে মালিককে ডেকে তোলেন। এ সময় ফ্যাক্টরী সংলগ্ন ঘরে মালিক শহিদুল ইসলাম তার পরিবার নিয়ে ঘুমিয়ে ছিলেন। তার চিৎকারের স্থানীয়রা এগিয়ে আসে। এ সময় ফ্যাক্টরীর ভিতর আগুন ছড়িয়ে পড়ছে। স্থানীয়রা এগিয়ে আসে পানি দিয়ে আগুন নিভানোর চেষ্টা করেন। প্রায় ঘন্টা ব্যাপী আগুনের লেলিহান শিখায় ফ্যাক্টরীর মেশিনসহ মালামাল পুড়ে ছাই হয়ে যায়। এলাকাবাসী প্রায় ঘন্টাব্যাপী চেষ্টা করে আগুন নিয়ন্ত্রনে আনেন। শহিদুল ইসলাম স্থানীয় ইউপি সদস্য আমজাদ হোসেন বলেন, আগুনে নগদ এক লক্ষ পাঁচ হাজার টাকাসহ ১০/১২ লক্ষ টাকার মামলামাল পুড়ে ছাই হয়ে গেছে। তাদের ধারনা বিদ্যুতের শর্ক-শার্কিট থেকে আগুনের সূত্রপাত হয়েছে বলে জানান।
এ ব্যাপারে স্থানীয় চেয়ারম্যান সাজেদুল আলম তালুকদার স্বাধীনের ব্যবহৃত মোবাইলফোনে যোগাযোগের চেষ্টা করে তা বন্ধ পাওয়া যায়।