নিউজ ডেস্ক:
২০১৮ সালে সবশেষ ইন্ডিয়ান প্রিমিয়ার লিগের (আইপিএল) উদ্বোধনী অনুষ্ঠান হয়েছিল। ৪ বছর পর আবারও জমকালো আয়োজনের মধ্য দিয়ে আইপিএল শুরু হবে। ভারতীয় দৈনিক ইন্ডিয়া টুডে এক প্রতিবেদনে বিষয়গুলো নিশ্চিত করেছে।
ক্রিকেট কন্ট্রোল বোর্ড অব ইন্ডিয়ার (বিসিসিআই) আয়োজনে ৩১ মার্চ আহমেদাবাদের নরেন্দ্র মোদী স্টেডিয়ামে উদ্বোধনী অনুষ্ঠান হবে। বাংলাদেশ সময় সন্ধ্যা ৬.৩০ মিনিটে শুরু হবে এই আয়োজন।
এবার উদ্বোধনী অনুষ্ঠানে এক ঝাঁক তারকাদের রেখেছে বিসিসিআই। বলিউড তারকা ক্যাটরিনা কাইফ, তামান্না ভাটিয়া, রাশমিকা মান্দানা, টাইগার শ্রফদের পারফর্ম করা কথা রয়েছে। এ ছাড়া মঞ্চ মাতাবেন আরজিত সিং।
২০১৯ সালে থেকে মূলত আইপিএলের উদ্বোধনী অনুষ্ঠান হচ্ছে না। সে বার উদ্বোধনী অনুষ্ঠানের অর্থ বর্ডারে নিহত সিআরপিএফ জাওয়ানদের পরিবারকে দিয়েছে আইপিএল কতৃপক্ষ। এরপর করোনার কারণে অনুষ্ঠিত হয়নি। সবমিলিয়ে এবার থেকে আবার আইপিএলের উদ্বোধনী আয়োজন শুরু করতে যাচ্ছে বিসিসিআই।
অনুষ্ঠানে পর বাংলাদেশ সময় রাত সাড়ে ৮টায় এই মাঠে মুখোমুখি হবে গুজরাট লায়ন্স-চেন্নাই সুপার কিংস। তবে সবগুলো দল উদ্বোধনী অনুষ্ঠানে উপস্থিত থাকবে না। গুজরাট-চেন্নাই ছাড়া বাকি দলগুলোর অধিনায়কগণ উপস্থিত থাকবেন অনুষ্ঠানে। তারকাদের পারফর্মের পাশাপাশি বিশেষ লেজা শো হওয়ার কথা রয়েছে বিশ্বের সবচেয়ে বড় এই ক্রিকেট স্টেডিয়ামে।