এস এম আকরাম হোসেন:
আজ মানিকগঞ্জের নবীন বিপু শপিং কমপ্লেক্স ও নবীন সিনেমা হলের মালিক কাজী মুশফেকুর রহমান নবীনের ১ম মৃত্যুবার্ষিকী পালিত হচ্ছে।
মরহুমের সহধর্মিনী কাজী বিপু রহমান জানান, আজ বৃহস্পতিবার মৃত্যুবার্ষিকী উপলক্ষে পরিবারের পক্ষ থেকে নবীন বিপু শপিং কমপ্লেক্স এ বাদ আসর দোয়া মাহফিল ও ইফতারের আয়োজন করা হয়েছে। এছাড়া সেওতা এতিমখানা ও মাদরাসা ও মসজিদে দোয়া ও ইফতারের ব্যবস্থা করা হয়েছে। সন্ধ্যায় শহরের রাস্তার পাশের ভাসমান ছিন্নুমুল মানুষের মাঝে রান্না করা খাবার বিতরণ করা হবে। মরহুমের আত্মার মাগফেরাত কামনায় পরিবারের পক্ষ থেকে সকলের দোয়া কামনা করেন।
উল্লেখ্য, গতবছরের এইদিনে সকাল সাড়ে ৭টায় চট্টগ্রামের একটি হাসপাতালে চিকিৎসাধীন অবস্থায় তিনি মারা যান। মৃত্যুকালে তার বয়স হয়েছিল ৪৮।
তিনি বৃদ্ধ মা, স্ত্রী, এক পুত্র ও এক কণ্যা, ১০ বোনসহ অসংখ্য আত্নীয় স্বজন রেখে গেছেন।
কাজী মুশফেকুর রহমান নবীন ছিলেন মানিকগঞ্জ জেলা শহরের উত্তর সেওতার মরহুম কাজী শাহজাহান মিয়ার একমাত্র ছেলে। ১২ ভাই-বোনের মধ্যে নবীন ছিলেন ১১তম।
পারিবারিক সূত্রে জানা গেছে, রাত ১০টায় নবীন তার স্ত্রী বিপু রহমান, কণ্যা ঐশ্বর্যসহ নিকটতম আত্মীয় স্বজন নিয়ে কক্সবাজারে বেড়াতে যান। সেখান থেকে বেড়াতে যান চট্টগ্রামে। সেখানে রাত্রিযাপনকালে তিনি ভোর রাতে শ্বাসকষ্টজনিত কারণে অসুস্থ হয়ে পড়েন। তাকে মহানগরীর একটি হাসপাতালে নেওয়ার পর সকাল ৭টায় তিনি মারা যান। হৃদযন্ত্রের ক্রিয়া বন্ধ হয়ে তিনি মারা যান বলে জানিয়েছেন ওই হাসপাতালের চিকিৎসক। বাদ এশার নামাজে জানাজা শেষে সেওতা কবরস্থানে তাকে দাফন করা হয়।