মোঃ আতিকুর রহমান , দৌলতপুর, মানিকগঞ্জ:
মানিকগঞ্জের দৌলতপুরে রমজান উপলক্ষে নিত্য প্রয়োজনীয় দ্রব্য মূল্যের মূল্য নিয়ন্ত্রণ ও ভেজাল রোধে বাজার মনিটরিংসহ সার্বিক আইনশৃঙ্খলা রক্ষা করতে অভিযান পরিচালনা করেছেন উপজেলা নির্বাহী অফিসার আবিদা সুলতানা।
সোমবার (৩ এপ্রিল) বিকালে দৌলতপুর বাজারে এ অভিযান পরিচালনা করা হয়। জানা গেছে, মূল্য তালিকা প্রদর্শন না করায় এবং পণ্যের দাম বেশি রাখার কারণে ভ্রাম্যমান আদালতের মাধ্যমে পাঁচ ব্যবসা প্রতিষ্ঠানকে ৫৫০০/- টাকা জরিমানা করা হয়। দৌলতপুর উপজেলা নির্বাহী অফিসার আবিদা সুলতানা জানিয়েছেন- পবিত্র রমজান উপলক্ষে দ্রব্যমূল্য স্থিতিশীল রাখতে এবং দোকানে মূল্য তালিকা প্রদর্শনে তাগিদ দেওয়ার জন্য পরিচালিত এ অভিযানে পাঁচ ব্যবসা প্রতিষ্ঠানকে জরিমানা করা হয়েছে।
জেলা প্রশাসক মুহাম্মদ আব্দুল লতিফ এর নির্দেশে আসন্ন রমজান উপলক্ষে সচেতনতা মূলকভাবে আজকের অভিযান পরিচালিত হয়েছে। উপজেলা প্রশাসনের এ অভিযান চলমান থাকবে। অভিযানে সাংবাদিক ও আইনশৃঙ্খলা বাহিনীর সদস্যরা উপস্থিত ছিলেন।