মোঃ আতিকুর রহমান, দৌলতপুর:
মানিকগঞ্জের দৌলতপুর উপজেলার জিয়নপুর ইউনিয়নের আবুডাঙ্গা গ্রামে ভয়াবহ অগ্নিকাণ্ডে ২টি পরিবারের বার লক্ষাধিক টাকার মালামাল ক্ষতি হয়েছে। অগ্নিকান্ডের পরেই জিয়নপুর ইউপি চেয়ারম্যান বেলায়েত হোসেন ঘটনাস্থল পরিদর্শন করেন।
৭ এপ্রিল শুক্রবার বিকাল ৫.০০ ঘটিকায় দিকে দৌলতপুর উপজেলার জিয়নপুর ইউনিয়নের আবুডাঙ্গা গ্রামে ভয়াবহ অগ্নিকাণ্ডের ঘটনা ঘটেছে। অগ্নিকাণ্ডে ৩ টি ঘর ও ঘরে থাকা মালামাল পুড়ে ভুস্মীভুত হয়েছে। এতে প্রায় বার লক্ষ টাকার ক্ষতি হয়েছে বলে ক্ষতিগ্রস্ত পরিবার থেকে জানা গেছে। এতে নিঃস্ব হয়ে পড়েছে দুইটি পরিবার । যাদের ক্ষতি হয়েছে তারা হলেন, আমজাদ খানের ২টি ঘর ও যাবতীয় মালামাল সহ প্রায় ৮লক্ষ টাকার ক্ষতি হয়েছে ও লাভলু খানের ১টি ঘর সহ ৪লক্ষ টাকার মালামাল ক্ষতিগ্রস্ত হয়েছে।
এবিষয়ে ক্ষতিগ্রস্ত পরিবার থেকে জানা যায় রান্না ঘরের বৈদ্যুতিক শর্ট সার্কিট থেকে আগুন লেগে থাকতে পারে।