দীপক সূত্রধর:
সরকারি দেবেন্দ্র কলেজের বাংলা বিভাগের ২য় বর্ষের শিক্ষার্থীদের আয়োজনে পথচারীদের মাঝে ইফতার বিতরণ করা হয়েছে।
সোমবার (১০ এপ্রিল) বিকেলে জেলার শহীদ রফিক চত্বরে এই আয়োজনের প্রধান অতিথির বক্তব্য রাখেন বাংলা বিভাগের সহকারী অধ্যাপক মোঃ জাফর ইকবাল। বক্তব্যে তিনি বলেন দেবেন্দ্র কলেজের প্রথম অনার্স বিভাগ বাংলা বিভাগ। এরা সকল কালচারাল এবং মহতি কাজে ও অন্যান্য কাজে অগ্রণী ভূমিকা পালন করে থাকে। যা দেবেন্দ্র কলেজের জন্য ঐতিহ্য।শুধু তাই নয় সম্পূর্ণ মানিকগঞ্জের জন্য একটি ঐতিহ্য।তারা এখন শিক্ষার্থী তাদের এই কাজ অবশ্যই প্রশংসার দাবি রাখে। এগুলো তাদের পরবর্তী জীবনে এখান থেকে শিক্ষা গ্রহণ করে আরো মহৎ কাজ তারা কর্মজীবনে গিয়ে করবে বলে আমি এই আশাবাদ ব্যক্ত করছি।
তিনি আরও বলেন, এই রমজান মাসেও ওরা থেমে নেই।পথচারীদের মাঝে যারা পথে বিভিন্ন ধরনের কাজ করে বা রিকশাচালক যারা ব্যস্ততার কারণে ঠিকমতো সময়ে ইফতার করতে পারে না , যাত্রীদের জন্য অপেক্ষা করে এই সকল ভ্রাম্যমান মানুষ আছে পথশিশু, রিক্সাচালক, ভ্যানচালক, অটোরিকশাচালক তাদের জন্য আজকের এই আয়োজন।
তিনি শিক্ষার্থীদের ধন্যবাদ জানিয়েছে আরও বলেন,আশা করি আগামী বছর আরো বড় পরিসরে উদ্যোগ নিয়ে কাজ করবে এবং মেহনতী মানুষের পাশে দাঁড়াবে ওরা।
এসময় বাংলা বিভাগ ২য় বর্ষের মোঃ জাকির হোসাইন, খালিদ খান,আরাফাত হোসেন, আলমগীর হোসেন, আকাশ সহ অন্যান্য শিক্ষার্থীরা উপস্থিত ছিলেন।
সুন্দর এই আয়োজনে প্রায় ১০০ রোজাদার মানুষের মাঝে ইফতার বিতরণ করা হয়।