স্টাফ রিপোর্টার:
বসুন্ধরা গ্রুপের সার্বিক সহায়তায় তিন শতাধিক অসহায় দু:স্থ মানুষের মাঝে ঈদ সামগ্রী বিতরণ করেছে মানিকগঞ্জ প্রেসক্লাব।
আজ বুধবার (১২ এপ্রিল) সকাল ১০ টার দিকে মানিকগঞ্জ প্রেসক্লাব চত্তরে এই ঈদ সামগ্রী বিতরণ করা হয়।
এসময় প্রেসক্লাবের সাধারণ সম্পাদক বিপ্লব চক্রবর্তী, সহ-সভাপতি গাজী ওয়াজেদ আলম লাবু, সাংবাদিক সমিতির সাবেক সভাপতি মতিউর রহমান, সাবেক দপ্তর সম্পাদক এ এস এম সাইফুল্লাহ, সাংবাদিক আমিনুর রহমান অঞ্জন, আব্দুল আলীমসহ বিভিন্ন প্রিন্ট ও ইলেকট্রিনিক মিডিয়ার সাংবাদিকরা উপস্থিত ছিলেন।
ঈদ সামগ্রীর মধ্যে ছিল চাল, ডাল, তেল, সেমাই।