অভি হাসান:
মানিকগঞ্জের সিংগাইরে চলন্ত সিএনজি থেকে মহিলা যাত্রীর হ্যান্ডব্যাগ ছিনতাইয়ের ঘটনায় দুই ছিনতাইকারীকে আটক করেছে পুলিশ। এ ঘটনায় জাহিদ নামে আরো এক ছিনতাইকারী দৌড়ে পালিয়ে যায়।
বৃহস্পতিবার দুপুর ২টার দিকে সিংগাইরের আজিমপুর এলাকায় এ ঘটনা ঘটে।
আটকের বিষয়টি নিশ্চিত করেছেন সিংগাইর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা সৈয়দ মিজানুর ইসলাম।
আটককৃতরা হলেন- উপজেলার গালাইডাঙ্গা গ্রামের উজ্জ্বল ইসলাম ও চরমগরা গ্রামের নাজমুল। পলাতক জাহিদের গ্রামের বাড়ি গালাইডাঙ্গা।
ওসি সৈয়দ মিজানুর ইসলাম জানান, ‘মানিকগঞ্জ টু হেমায়েতপুর আঞ্চলিক মহাসড়কের আজিমপুর এলাকায় দুপুরে নাজমুল, উজ্জ্বল ও জাহিদ নামে তিনজন ছিনতাইকারী ওঁৎ পেতে থাকে। এ সময় তারা একটি চলন্ত সিএনজি থেকে এক মহিলা যাত্রীর হ্যান্ডব্যাগ ছিনতাই করে পালিয়ে যায়। পরে ওই মহিলা যাত্রী সিএনজি নিয়ে ছিনতাইকারীর পিছু ধাওয়া করতে থাকে। চক আজিমপুর এলাকার হ্যাচারির মোড়ে ট্রাফিকে দায়িত্বরত টিআই আব্দুল্লাহ আল জোবায়েদ এবং সার্জেন্ট শিবলু মিয়া সহ বিষয়টি টের পেয়ে ওই তিন ছিনতাইকারীর পিছু ধাওয়া করলে এক পর্যায়ে তাঁদের মোটরসাইকেলের সাথে ছিনতাইকারীর মোটরসাইকেলের মুখোমুখি সংঘর্ষে লেগে পড়ে যায়। এসময় ছিনতাইকারী উজ্জ্বল ও নাজমুলকে আটক করলেও ছিনতাইকারী জাহিদ দৌড়ে পালিয়ে যায়।’
ওসি মিজান আরো বলেন, ছিনতাই হওয়া মহিলার হ্যান্ডব্যাগ উদ্ধার ও ছিনতাই কাজে ব্যবহৃত রেজিস্ট্রেশন বিহীন হাঙ্ক ১৫০ সিসি ব্লু ব্ল্যাক কালারের একটি মোটরসাইকেল জব্দ করা হয়। ছিনতাইকারী উজ্জ্বল মাথায় ও চোখে আঘাত পাওয়ায় তাকে সিংগাইর উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নিয়ে ভর্তি করা হয়েছে। এবং পলাতক জাহিদকে ধরার চেষ্টা চলছে।