দীপক সূত্রধর/ অভি হাসান:
প্রধানমন্ত্রীর নির্দেশনায় হরিরামপুরে তিন হাজার গরিব অসহায় কে খাদ্য সামগ্রী পৌঁছে দেয়ার ঘোষণা দিলেন টুলু
প্রধানমন্ত্রী শেখ হাসিনার নির্দেশনা অনুযায়ী মানিকগঞ্জের হরিরামপুর উপজেলার সাধারণ মানুষের মাঝে খাদ্যসামগ্রী বিতরণ উপলক্ষ্যে জনপ্রতিনিধি, বীর মুক্তিযোদ্ধা, গণ্যমান্য ব্যক্তিবর্গ ও সুধীজনের সাথে মত বিনিময় সভা ও দোয়া মাহফিল অনুষ্ঠিত হয়েছে।
শুক্রবার (১৪ এপ্রিল) বিকেলে হরিরামপুর উপজেলা পরিষদের হলরুমে এ মত বিনিময় সভা ও দোয়া মাহফিলের আয়োজন করা হয়।
হরিরামপুর উপজেলা পরিষদের চেয়ারম্যান দেওয়ান সাইদুর রহমানের সভাপতিত্বে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন জেলা পরিষদের চেয়ারম্যান ও জেলা আওয়ামী লীগের সভাপতি বীরমুক্তিযোদ্ধা অ্যাডভোকেট গোলাম মহীউদ্দীন।
শিল্পপতি দেওয়ান জাহিদ আহমেদ টুলুর পৃষ্ঠপোষকতায় অনুষ্ঠিত সভা ও দোয়া মাহফিলে আরও উপস্থিত ছিলেন, সিংগাইর উপজেলা আওয়ামী লীগের যুগ্ম সাধারণ সম্পাদক সাইদুল হক, সাবেক সাধারণ সম্পাদক মাজেদুল হক, হরিরামপুর উপজেলা আওয়ামী লীগের সভাপতি গোলজার হোসেন বাচ্চু, সাধারণ সম্পাদক দেওয়ান আব্দুর রব, মানিকগঞ্জ জেলা পরিষদের সদস্য তমিজ উদ্দিন, হায়দার আলী তারেক, লেছড়াগঞ্জ ইউপি চেয়ারম্যান মোয়াজ্জেম হোসেন, আজিমনগর ইউপি চেয়ারম্যান মো. বিল্লাল হোসেন, বয়ড়া ইউপি চেয়ারম্যান ফরিদুর রহমান ফরিদ, গোপীনাথপুর ইউপি চেয়ারম্যান আব্দুল মতিন মোল্লা লাভলু, উপজেলা পূজা উদযাপন পরিষদের সভাপতি পিয়াস চৌধুরী, সাধারণ সম্পাদক সুকুমার দত্ত বিল্টু, সকল ইউনিয়ন ইউপি সদস্যসহ সহস্রাধিক ব্যক্তিবর্গ উপস্থিত ছিলেন।
সভায় দেওয়ান জাহিদ আহমেদ টুলু হরিরামপুর উপজেলায় প্রধানমন্ত্রীর পক্ষ থেকে ঈদের আগেই তিন হাজার মানুষের মাঝে খাদ্যসামগ্রী বিতরণের ঘোষণা দেন।
পরে উপস্থিত ইউপি চেয়ারম্যান, ইউপি সদস্য ও রাজনৈতিক ব্যক্তিবর্গের সাথে ঈদ শুভেচ্ছা বিনিময় করেন দেওয়ান জাহিদ আহমেদ টুলু।উল্লেখ্য এ অনুষ্ঠানে আগামী জাতীয় নির্বাচনে মানিকগঞ্জ ২ আসন থেকে দেওয়ান জাহিদ আহমেদ টুলু নির্বাচন করার ঘোষণা দেন।