নিউজ ডেস্ক:
১৪৪৪ হিজরি সনের পবিত্র শাওয়াল মাসের চাঁদ দেখার উপর নির্ভর করছে পবিত্র ঈদুল ফিতর কবে। যদি চাঁদ দেখা যায় তাহলে শনিবার পবিত্র ঈদুল ফিতর। অন্যথায় মাহে রমজানের ত্রিশ দিন পূর্ণ হয়ে রোববার উদযাপিত হবে পবিত্র ঈদুল ফিতর।
পবিত্র ঈদুল ফিতর কবে তা নির্ধারণ করতে শুক্রবার সন্ধ্যা ৬টা ৪৫ মিনিটে ইসলামিক ফাউন্ডেশন বায়তুল মোকাররম সভাকক্ষে জাতীয় চাঁদ দেখা কমিটির সভা অনুষ্ঠিত হবে। সভায় সভাপতিত্ব করবেন ধর্ম প্রতিমন্ত্রী মো. ফরিদুল হক খান।
বাংলাদেশের আকাশে কোথাও পবিত্র শাওয়াল মাসের চাঁদ দেখা গেলে তা নিম্নোক্ত টেলিফোন ও ফ্যাক্স নম্বরে অথবা সংশ্লিষ্ট জেলার জেলা প্রশাসক অথবা উপজেলা নির্বাহী অফিসারকে জানানোর জন্য অনুরোধ করেছে ইসলামিক ফাউন্ডেশন।