স্টাফ রিপোর্টার:
প্রিয়জনদের সাথে ঈদ করতে ফিরতে শুরু করেছেন ঘরমুখো মানুষ। মানিকগঞ্জের পাটুরিয়া ঘাটে যাত্রী ও যানবাহনের অতিরিক্ত চাপ না থাকায় কোনো প্রকার ভোগান্তি ছাড়াই নদী পাড় হচ্ছেন যাত্রী ও যানবাহনের চালকেরা।
আজ বৃহস্পতিবার (১৯ এপ্রিল) সকাল থেকেই পারাপার হচ্ছেন যাত্রীরা।
বিআইডব্লিউটিসি আরিচা কার্যালয়ের সহকারী ব্যবস্থাপক মহিউদ্দিন রাসেল বলেন, ‘এই মুহূর্তে ঘাট এলাকায় বাস ও ছোট গাড়ি এসেই সরাসরি ফেরিতে উঠে পারাপার হয়ে যাচ্ছে। যাত্রী ও যানবাহন পারাপারের জন্য পাটুরিয়া–দৌলতদিয়া নৌপথে ছোট–বড় মোট ২০টি ফেরি আছে। যাত্রী ও যানবাহন কম থাকায় ১৮টি ফেরি চলাচল করছে।
মহিউদ্দিন রাসেল বলেন, ‘পদ্মা সেতু চালুর কারণে পাটুরিয়ায় দক্ষিণ–পশ্চিমাঞ্চলের ২১ জেলার ঈদের ঘরমুখো যাত্রী ও যানবাহনের চাপ কমে গেছে।