মোঃ সাইফুল ইসলাম,স্টাফ রিপোর্টার
মানিকগঞ্জ জেলার ঘিওর উপজেলাবাসীকে পবিত্র ঈদুল ফিতরের শুভেচ্ছা জানিয়েছেন ঘিওর থানার অফিসার ইনচার্জ (ওসি) মোঃ আমিনুর রহমান। এক শুভেচ্ছা বার্তায় তিনি ঘিওর থানা পুলিশের পক্ষ থেকে উপজেলার সর্বস্তরের জনগণকে ঈদের শুভেচ্ছা জানিয়ে পবিত্র ঈদের আনন্দ ভাগাভাগি করতে সকলের প্রতি সহমর্মিতা এবং আইনশৃঙ্খলা, শান্তি, আনুগত্য বজায় রাখতে বিশেষ অনুরোধ জানান। ওসি মোঃ আমিনুর রহমান জানান, ঘিওর থানা পুলিশের সকল সদস্য ঈদের দিনে উপজেলার আইনশৃঙ্খলা রক্ষায় সর্বক্ষণিক নিয়োজিত থাকবে। নিয়মিত টহল সহ অপ্রীতিকর ঘটনা এড়াতে ঈদগাহ ময়দান এবং দর্শনীয় স্থান গুলোতে সার্বিক নিরাপত্তা ব্যবস্থা পর্যেবক্ষণ করবে। তিনি ঘিওরবাসীকে পবিত্র ঈদুল ফিতরের শুভেচ্ছা জানানোর পাশাপাশি উপজেলার আইনশৃঙ্খলা রক্ষায় ধর্মীয় অনুভূতি এবং ভাবগাম্ভীর্য বজায় রাখার জন্য সকলের প্রতি বিশেষ অনুরোধ জানান।