1. hasanchy52@gmail.com : admin :
  2. amarnews16@gmail.com : Akram Hossain : Akram Hossain
শুক্রবার, ২৯ নভেম্বর ২০২৪, ০৯:৩৭ পূর্বাহ্ন

মে দিবস উপলক্ষে বেনাপোল স্থলবন্দরে বন্ধ আমদানি-রপ্তানি

  • প্রকাশের সময় : সোমবার, ১ মে, ২০২৩
  • ১৯১ বার দেখা হয়েছে

নিউজ ডেস্ক:

আন্তর্জাতিক মে দিবস উপলক্ষে যশোরের বেনাপোল স্থলবন্দর দিয়ে বাংলাদেশ ও ভারতের মধ্যে পণ্য আমদানি-রপ্তানি বাণিজ্য বন্ধ রয়েছে। তবে দুদেশের মধ্যে পাসপোর্টধারী যাত্রী যাতায়াত অন্যান্য দিনের মতো স্বাভাবিক রয়েছে।

বুধবার (০১ মে) সকাল থেকে এ পথে শ্রমিকরা কাজ না করায় বাণিজ্য বন্ধ হয়ে পড়ে। বেনাপোল স্থলবন্দরের পরিচালক আব্দুল জলিল বিষয়টি নিশ্চিত করে। মে দিবস উপলক্ষে শ্রমিকদের দাবি আদায়ে নানা কর্মসূচি রয়েছে। এসবের কারণে শ্রমিকরা কাজ না করায় পণ্য খালাস বন্ধ রয়েছে।

বেনাপোল ইমিগ্রেশন পুলিশের পক্ষ থেকে সাংবাদিকদের জানানো হয়, এ পথে আমদানি রপ্তানি বন্ধ থাকলেও পাসপোর্টধারী সাধারণ যাত্রীদের যাতায়াত স্বাভাবিক রয়েছে। আগামীকাল থেকে পুনরায় আমদানি-রপ্তানি কার্যক্রম শুরু হবে।

প্রতিদিন বেনাপোল বন্দর দিয়ে ভারত থেকে প্রায় ৪০০ ট্রাকে বিভিন্ন ধরনের পণ্য আমদানি করা হয়ে থাকে। ভারতে রপ্তানি হয় প্রায় ১৫০ ট্রাক পণ্য। আমদানি বাণিজ্য থেকে প্রতিদিন সরকারের রাজস্ব আসে প্রায় ৪০ কোটি টাকা। প্রতি বছর এ বন্দর থেকে প্রায় পাঁচ হাজার কোটি টাকার রাজস্ব আদায় হয়।

শেয়ার করুন

এ বিভাগের আরও খবর
© All rights reserved © 2014 Amar News
Site Customized By Hasan Chowdhury