অভি হাসান :
মানিকগঞ্জের আয়েশা আবেদ ফাউন্ডেশনে আগুনের সূত্রপাত ঘটেছে। এতে বিভিন্ন মালামাল পুড়ে যায়। ফায়ার সার্ভিসের ধারণা বিদ্যুতের শর্ট-সার্কিটের কারণে অগ্নিকাণ্ডের ঘটনা ঘটেছে।
আজ রবিবার (৭মে) দুপুরে মানিকগঞ্জ বাসস্ট্যান্ডের পাশে আয়েশা আবেদ ফাউন্ডেশনে আগুনের সূত্রপাত ঘটে।
ফায়ার সার্ভিসের উপসহকারী কর্মকর্তা মোঃ শরিফুল ইসলাম বলেন, আজ দুপুর ২ঃ১৪ মিনিটে তাদের ফায়ার স্টেশনে আগুনের সংবাদ গৃহীত হয়। সংবাদ পাবার সাথে সাথে আমাদের মানিকগঞ্জ ফায়ার স্টেশন এর দুটি ইউনিট দ্রুততার সাথে এসে আগুন নিয়ন্ত্রণের কাজ শুরু করে। এবং অল্প সময়ের মধ্যেই আগুন নিয়ন্ত্রণে আনে।
আরও জানান, আয়েশা আবেদ ফাউন্ডেশন এর ফায়ার সেফটি ব্যবস্থা বেশি ভালো না। আমরা এর আগেও তাদের প্রতিষ্ঠান পরিদর্শন করে তাদের চিঠির মাধ্যমে বলেছি ফায়ার সেফটি প্লেন নিশ্চিতকরণের জন্য।কিন্তু সেটি করা হয়নি।
ক্ষয়ক্ষতির পরিমান এখনো জানা যায়নি। ক্ষয়ক্ষতির পরিমাণ তদন্ত সাপেক্ষে বলা যাবে বলে জানান তিনি।