আল–আমিন, স্টাফ রিপোর্টারঃ
মানিকগঞ্জে বিশ্ব রেড ক্রস রেড ক্রিসেন্ট দিবস–২০২৩ পালিত হয়েছে।
পৃথিবীর ইতিহাসে যুগে যুগে অনেক জ্ঞানীগুণী সমাজসেবক ও মহৎপ্রাণ মানুষ জন্মগ্রহণ করেছেন। মহাত্মা জীন হেনরী ডুনান্ট সেই সর্বশ্রেষ্ঠ মানব সন্তানের একজন। রেডক্রস ও রেডক্রিসেন্ট এর প্রতিষ্ঠাতা জীন হেনরী ডুনান্টের জন্ম হয়েছিল ১৮২৮ সালের ৮ই মে।১৯১০ সালে তাঁর মৃত্যুর পর হতে সারা বিশ্বে ৮মে তাঁর জন্মদিনকে সম্মান দেখিয়ে ‘বিশ্ব রেডক্রস ও রেডক্রিসেন্ট দিবস’ হিসেবে পালন করে আসছে। তিনি ছিলেন একজন সমাজসেবক, মানব হিতৈষী ও শ্রেষ্ঠ মানব। সেই জন্যই তিনি পেয়েছিলেন শান্তিতে প্রথম নোবেল পুরস্কার। তাঁর আদর্শে অনুপ্রাণিত হয়ে আজ কোটি কোটি মানব সন্তান বিপন্ন মানবতার সেবায় নিয়োজিত। তিনি জাতি ধর্ম নির্বিশেষে পৃথিবীর সকল মানুষকে এক পতাকাতলে একই কর্মসূচীতে একত্রিত করেছিলেন। সাম্য মৈত্রির বন্ধনে আবদ্ধ করেছিলেন মানবসন্তানদের। সেই সংগঠনের নাম রেড ক্রিসেন্ট।
আজ ৮ মে (সোমবার) দুপুর ১২ বাংলাদেশ রেড ক্রিসেন্ট সোসাইটি মানিকগঞ্জ জেলা ইউনিট অফিসে কেক কাটা ও আলোচনা সভার মধ্য দিয়ে দিবসটি পালন করা হয়।
পরে রেড ক্রিসেন্ট অফিস থেকে একটি র্যালি বের করে শহীদ রফিক সরক প্রদক্ষিণ করে।
মানিকগঞ্জ জেলার ইউনিটের ভাইস চেয়ারম্যান বীর মুক্তিযোদ্ধা এ.বি.এম হেলাল উদ্দিনের সভাপতিত্বে ও ইউনিট লেভেল অফিসার ফরহাদ আলমের সঞ্চালনায় অনুষ্ঠানে উপস্থিত ছিলেন, মানিকগঞ্জ পৌর আওয়ামী লীগের সাধারণ সম্পাদক জাহিদুল ইসলাম জাহিদ, জেলা স্বেচ্ছাসেবক লীগের সভাপতি এ্যাডভোকেট আবু বক্কর সিদ্দিক খান তুষার, যুব প্রধান শাহ্ আলমসহ যুব স্বেচ্ছাসেবক বৃন্দ।
এ সময় বক্তারা বলেন, রেড ক্রিসেন্ট এমন একটি প্রতিষ্ঠান যেখানে ধর্ম বর্ণ নির্বিশেষে সকলকে চিকিৎসা সেবাসহ নানা রকম সহায়তাকরে থাকে। স্বাধীনতা যুদ্ধের সময়ও রেড ক্রিসেন্ট মুক্তিযোদ্ধাদের চিকিৎসা সেবা দিয়ে পাশে ছিলো।