মোঃ আতিকুর রহমান, দৌলতপুর প্রতিনিধি:
৮ই মে মানিকগঞ্জ জেলার দৌলতপুর উপজেলা আওয়ামী লীগ কর্তৃক দৌলতপুর উপজেলা সম্প্রসারিত হল রুমে ঈদ পুনর্মিলনী ও মত বিনিময় সভার আয়োজন করা হয়। দুপুর ২ঃ০০টায় এই অনুষ্ঠানটি শুরু করা হয়।
উপজেলা আওয়ালীগের সভাপতি এ্যাডঃ একেএম আজিজুল হকের সভাপতিত্বে প্রধান অতিথির হিসাবে উপস্থিত থেকে বক্তব্য দেন মানিকগঞ্জ-১ আসনের সংসদ সদস্য এ.এম.নাঈমুর রহমান দুর্জয়। বিশেষ অতিথি হিসাবে উপস্থিত ছিলেন জেলা আওয়ামী লীগের সভাপতি ও জেলা পরিষদের চেয়ারম্যান এ্যাডঃ বীর মুক্তিযোদ্ধা গোলাম মহীউদ্দিন,
জেলা আওয়ালীগের সাংগঠনিক সম্পাদক তায়েবুর রহমান টিপু,এসময় আরো উপস্থিত ছিলেন জেলা সেচ্ছাবসেবক লীগের সাধারণ সম্পাদক আবুল বাশার,
উপজেলা যুবলীগের আহ্বায়ক হুমায়ুন কবির শাওন, দৌলতপুর উপজেলা সাংবাদিক সমিতির সভাপতি মোঃ মিজানুর রহমান মিন্টু মোল্লা, উপজেলা ছাত্রলীগের সাবেক সভাপতি ইঞ্জিনিয়ার মো: নাসির উদ্দিন , সাবেক সাধারন সম্পাদক এস এম আতোয়ার রহমান । এছাড়াও আরও উপস্থিত ছিলেন আওয়ামী লীগের ইউনিয়ন ও ওয়ার্ড কমিটির সভাপতি ও সাধারন সম্পাদক সহ বিভিন্ন নেতাকর্মী উপস্থিত ছিলেন।
অনুষ্ঠানটি সঞ্চলনা করেন- উপজেলা আওয়ামী লীগের সাধারন সম্পাদক মো: আব্দুল কদ্দুস।
ঈদ পুনর্মিলনী ও মতবিনিময় সভার প্রধান অতিথির বক্তব্যে আলহাজ্ব এ এম নাঈমুর রহমান( দুর্জয়) বলেন, শেখ হাসিনার হাত ধরে দেশ আজ বহির্বিশ্বে উন্নয়নের রুল মডেল। উন্নয়নের ধারাবাহিকতা বজায় রাখতে আগামী নির্বাচনেও নৌকা মার্কায় ভোট দিতে হবে।