স্টাফ রিপোর্টার:
ঘূর্ণিঝড় মোখা’র প্রভাবে মানিকগঞ্জের আরিচা পাটুরিয়া এবং রাজবাড়ীর দৌলতদিয়া ও পাবনার কাজিহাট নৌপথে স্বাময়িকভাবে লঞ্চ চলাচল বন্ধ রয়েছে। তবে ফেরি চলাচল স্বাভাবিক রয়েছে এই নৌপথে।
শনিবার ভোর ৬টার থেকে মানিকগঞ্জের আরিচা পাটুরিয়া এবং রাজবাড়ীর দৌলতদিয়া ও পাবনার কাজিহাট নৌপথে স্বাময়িকভাবে লঞ্চ চলাচল বন্ধ রাখে বাংলাদেশ অভ্যন্তরীণ নৌপরিবহন কর্তৃপক্ষ । বাংলাদেশ অভ্যন্তরীণ নৌপরিবহন কর্তৃপক্ষ (বিআইডব্লিউটিএ) আরিচা কার্যালয়ের ট্রাফিক ইন্সপেক্টর মোহাম্মদ মোফাজ্জল হোসেন এসব তথ্য নিশ্চিত করেছেন।
ট্রাফিক ইন্সপেক্টর মোহাম্মদ মোফাজ্জল হোসেন জানান, স্বাভাবিক সময়ে পাটুরিয়া-দৌলতদিয়ায় ১৬টি এবং আরিচা-কাজিরহাট নৌপথে ১৭টি লঞ্চ চলাচল করে। কিন্ত ঘূর্ণিঝড় মোখা’র প্রভাবে পদ্মা ও যমুনা নদীতে উত্তাল হয়ে যায় এবং বড় বড় ঢেউয়ের সৃষ্টি হয়েছে। যার ফলে যাত্রীদের জান মালালের নিরাপত্তা এবং নৌদুর্ঘটনা এড়াতে স্বাময়িকভাবে লঞ্চসহ সকল ধরনের নৌযান বন্ধ রাখা হয়।
তিনি আরও জানান,ঘৃর্ণিঝড়ের প্রভাব ও ক্ষতির হাত থেকে রক্ষা পেতে পাটুরিয়া দৌলতদিয়া এবং আরিচা কাজিরহাটের লঞ্চঘাট ফাকা করা হয়েছে। সেই সঙ্গে লঞ্চগুলোকে আশপাশের চরাঞ্চলের চরে সড়িয়ে রাখতে মালিকদের বলা হয়েছে। আশা করি ঘুর্ণিঝড়ের প্রভাবে লঞ্চের কোন ধরনের ক্ষতি হবে না।
বাংলাদেশ অভ্যন্তরীণ নৌপরিবহন করপোরশেন (বিআইডব্লিউটিসি)’র আরিচা কার্যালয়ের ডিজিএম শাহ মোহাম্মদ খালেদ নেওয়াজ জানান,মানিকগঞ্জের পাটুরিয়া ও রাজবাড়ীর দৌলতদিয়া নৌপথে ছোট মাঝারি ও বড় ১৭টি ফেরি চলাচল করছে। কোন ধরনের ঝুকি ছাড়াই নিরাপদে যাত্রী ও যানবাহন পারপার করা হচ্ছে। তবে ঘূর্ণিঝড়ের প্রভাব দেখা দিলে সঙ্গে সঙ্গে ফেরি চলাচল বন্ধ রাখা হবে।