সিংগাইর(মানিকগঞ্জ)প্রতিনিধি:
অবাধ,সুষ্ঠ ও উৎসব মুখোর পরিবেশে মানিকগঞ্জের সিংগাইর উপজেলার জয়মন্টপ ইউনিয়নের ৭,৮,৯ নং ওয়ার্ডের সাধারন সংরক্ষিত মহিলা আসনে উপনির্বাচন অনুষ্ঠিত হয়েছে। বৃহস্পতিবার(২৫ মে) সকাল ৮ টা থেকে বিকাল ৪ টা পর্যন্ত ৪টি ভোট কেন্দ্রে (ইভিএম) মেশিনে ভোট গ্রহন চলে। ভোট চলাকালিন সময় পুলিশ,আনসার,রাব বাহিনী ছাড়াও গোয়েন্দা সংস্থার কর্মকর্তার উপস্থিতি ছিলো চোঁখে পড়ারমত। ভোট গ্রহন শেষে প্রাপ্ত ফলাফলের ভিত্তিতে উপজেলা নির্বাচন অফিসার শরিফুল ইসলাম ফলাফল ঘোষনা করেন। এতে বিপুল ভোটে বিজয়ী হয়েছেন,সোনিয়া আক্তার(বই প্রতীকে)।তিনি ভোট পেয়েছেন ২৪২৬। তার নিকটতম প্রতিদ্বন্দ্বি ঝর্না আক্তার(মাইক প্রতীক) ভোট পেয়েছেন,৫৬৪ টি। ৩টি ওয়ার্ডে মোট ভোটার সংখ্যা ৭৯১৫। প্রাপ্ত ভোটার সংখ্যা ৩১৬৮ জন।
উল্লেখ্য,উপজেলার জয়মন্টপ ইউনিয়নের ৩ নং(৭,৮,৯) ওয়ার্ডের সাধারন সংরক্ষিত মহিলা মেম্বার কুলসুম বেগম বার্ধক্যজনিত রোগে গত ২০ ফেব্রুয়ারি মৃত্য হয়। ফলে আসনটি শূন্য হওয়ায় ২৫ মে উপনির্বাচন অনুষ্ঠিত হয়।