নিউজ ডেস্ক:
কেন্দ্রীয় কর্মসূচির অংশ হিসেবে শনিবার ঢাকা মহানগরসহ দেশের ১৫ জেলা ও মহানগরে জনসমাবেশ করবে বিএনপি।
আজ শনিবার (২৭ মে) ঢাকা মহানগর উত্তর ও দক্ষিণ বিএনপির উদ্যোগে দুপুর ২টায় নয়াপল্টনে দলের কেন্দ্রীয় কার্যালয়ের সামনে সমাবেশ অনুষ্ঠিত হবে। ‘উচ্চ আদালতের নির্দেশনা অধীনস্থ আদালত এবং সরকারের অবজ্ঞা, গায়েবি মামলায় গ্রেপ্তার, পুলিশি হয়রানি, দ্রব্যমূল্যের ঊর্ধ্বগতি, লোডশেডিং, দুর্নীতির প্রতিবাদ’ এবং ১০ দফা দাবিতে এ জনসমাবেশ অনুষ্ঠিত হবে।
এর আগে, গত ১৩ মে (শনিবার) সারাদেশে দলের ৮২ সাংগঠনিক ইউনিটে চার দিনের কর্মসূচি ঘোষণা করা হয়। সেই কর্মসূচিরই শেষ দিন আজ। সারাদেশে সমাবেশ সফল করতে দলের কেন্দ্রীয় নেতাদের দায়িত্ব দেওয়া হয়েছে। এরই সাথে গণফোরাম জোটের উদ্যোগে মতিঝিল নটর ডেম কলেজের উল্টো দিকে সমাবেশ অনুষ্ঠিত হবে। সারাদেশ থেকে বিএনপি’র বিভিন্ন সিনিয়র নেতারা এই জনসভায় অংশ নিবেন। এছাড়া দলের সহযোগী ও অঙ্গসংগঠনের নেতা কর্মীদের জনসমাবেশে এসে কর্মসূচি সফল করতে নির্দেশনা দেওয়া হয়েছে।
প্রসঙ্গত, পূর্বঘোষিত কর্মসূচি অনুযায়ী শুক্রবার ঢাকা মহানগরসহ ১৯ জেলায় জনসমাবেশ করে বিএনপি। এর আগে গত ১৯ মে ঢাকা মহানগরসহ ২৮ জেলা ও মহানগর এবং ২০ মে ঢাকা মহানগরসহ ২১ জেলা ও মহানগরে জনসমাবেশ করে বিএনপি।