স্টাফ রিপোর্টার:
ন্যায্যতাভিত্তিক বিনিয়োগ:শিক্ষায় অর্থায়নে ঔপনিবেশিকতার অবসান প্রতিপাদ্যকে সামনে রেখে নানা আয়োজনের মধ্য দিয়ে মানিকগঞ্জে শিক্ষা বিষয়ক গ্লোবাল অ্যাকশন সপ্তাহ উদযাপিত হচ্ছে।
আজ বুধবার সকালে মানিকগঞ্জ সদর উপজেলা পরিষদ মিলনায়তনে অনুষ্ঠিত হয় আলোচনাসভা।
জেলা উপানুষ্ঠানিক শিক্ষা কার্যালয় ও বেসরকারী সংস্থা পিপলস অ্যাডভান্সমেন্ট সোশ্যাল অ্যাসোসিয়েশন (পাসা) আয়োজিত এই আলোচনাসভায় বক্তব্য রাখেন উপজেলা নির্বাহী কর্মকর্তা জ্যোতিশ্বর পাল, উপজেলা প্রাথমিক শিক্ষা কর্মকর্তা মোয়াজ্জেম হোসেন,মানিকগঞ্জ প্রেসক্লাবের সাবেক সাধারণ সম্পাদক জাহাঙ্গীর আলম বিশ্বাস, পাসা’র নির্বাহী পরিচালক ফরিদ খান প্রমুখ।
দিনব্যাপী এই কর্মসূচীতে অংশ নেয় উপজেলা প্রশাসনের কর্মকর্তা, সরকারী প্রাথমিক বিদ্যালয়ের প্রধান শিক্ষক ও সহকারী শিক্ষক, উপানুষ্ঠানিক শিক্ষা কার্যক্রমের আওতায় পরিচালিত শিক্ষা কেন্দ্রের শিক্ষক ও সুপারভাইজারবৃন্দ।