দীপক সূত্রধর, ক্রাইম রিপোর্টার:
মানিকগঞ্জে ঘিওর উপজেলার বালিয়াখোড়া ইউনিয়নের বড় ধুলন্ডী এলাকায় মোঃ রমজান আলী(৩৩) নামের এক শ্রমিক মাটি কাটতে গেলে আর বাড়ি ফিরেনি তিনি।
গত রবিবার (৪ জুন) দিবাগত রাত ১১টা ৩০ মিনিটের পর তার কর্মস্থল পাচুরিয়া এলাকার স্কয়ার কোঃ জায়গায় মাটি ভরাটের কাজে শ্রমিকের কাজ করতে গিয়ে তাকে আর খুঁজে পাওয়া যায়নি। এ ঘটনায় অনেক খোঁজাখোঁজির পর ০৬/০৬/২০২৩ইং তারিখে নিখোঁজের বড় ভাই লোকমান হোসেন (৪০) ঘিওর থানায় একটি সাধারণ ডায়েরি করেন।
নিখোঁজ মোঃ রমজান আলী(৩৩) মানিকগঞ্জ জেলার শিবালয় উপজেলার উলাইল ইউনিয়নের বিরাজপুর গ্রামের আব্দুল আজিজের ছেলে। বর্তমানে তার স্ত্রী ও দুই ছেলে সন্তান রয়েছে।
নিখোঁজের বড় ভাই লোকমান জানান, প্রতিদিনের মতোি আমি ১৫দিন ও আমার ভাই প্রায় ৩/৪ মাস যাবৎ স্কয়ার কো: জায়গায় মাটি ভরাটের কাজের শ্রমিকের কাজ করে আসছিলাম। মাটি ভরাটের সাব কন্ট্রাকটারের গাড়ী চালক জহিরের মাধ্যমে এখানে কাজ করতে আসা হয়।
নিখোঁজের ৫ দিন পর আমাদের এলাকার জাহাঙ্গীরের কাছে সকাল ১১টার দিকে ০৯৬৩৮০৩৩৭৮৮ নম্বর থেকে প্রথমে
হারানো ভাইয়ের সংবাদ নিয়ে একটি মোবাইল কল আসে। তারা বলে আপনি কি রমজান আলীর কাছের আত্মীয়? উত্তর: না। তাহলে তার কাছের আত্মীয়ের কাছে দেন। ফোন কেটে দিয়ে নিখোঁজ রমজান আলীর ব্যাক্তিগত ০১৭০৬৮২৫৭৮০ ফোন থেকে
গাড়ী চালক জহিরুল ইসলাম (৩০) মোবাইল নম্বরে ফোন করে বলে তার ভাই বর্তমানে অজ্ঞান অবস্থায় আছে! আমরা তাকে পেয়েছি এবং আমাদের কাছে আছে। এসময় অন্যান্য তথ্য জানতে চাইলে না বলে তারা জানায় নিখোঁজ ব্যাক্তিকে পাঠাতে খরচের জন্য ১৫০০০ টাকা দাবি করেন। কিন্ত পরবর্তীকালে সেই নাম্বারে মোবাইল কল করলে বন্ধ পাওয়া যায়।
এ ঘটনায় নিখোঁজের পরিবার রমজান আলীকে দ্রুত খুঁজে পেতে পুলিশ প্রশাসনের কাছে জোর দাবি জানান।
এ বিষয়ে মোবাইল ফোনে ঘিওর থানার এস আই জিডির আইও মো: আরবীকুল ইসলাম বলেন, নিখোঁজ রমজান আলীকে খুজে বের করতে বিভিন্ন মাধ্যমে জানানো হয়েছে এবং কাজ করে যাচ্ছি।
এ বিষয়ে ঘিওর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) আমিনুর রহমান জানান, নিখোঁজের পরিবারের পক্ষ থেকে জিডি করা হয়েছে। নিখোঁজ রমজান আলীকে দ্রুত উদ্ধারে পুলিশ কাজ করে যাচ্ছে বলেও জানান তিনি।