দীপক সূত্রধর:
বাংলাদেশ সরকার কর্তৃক ভিক্ষুক পুনর্বাসন ও বিকল্প কর্মসংস্থান শীর্ষক কর্মসূচি বাস্তবায়নে হাসিমুখ ভিক্ষুক পরিবারের লোকজন।
রবিবার (১১ জুন) দুপুরে সদর উপজেলার ভাড়ারিয়া ইউনিয়নের কৃষ্ণপুর ৭ নং ওয়ার্ডের বাসিন্দা বৃদ্ধ ছালাম শিকদারকে ভিক্ষা কাজ থেকে অব্যাহত করতে উপজেলা প্রশাসন ও সমাজসেবা কার্যালয়ের বাস্তবায়নে তাকে সরকারি উপহার হিসেবে ৩টি ছাগল, ২টি মুরগী এবং নগদ ৩,০০০ টাকা দেওয়া হয়।
এসময় অন্যান্যদের মধ্যে উপস্থিত ছিলেন ভাড়ারিয়া ইউনিয়নের চেয়ারম্যান আব্দুল জলিল, সদর উপজেলার সহকারি সমাজসেবক কর্মকর্তা শফিকুল ইসলাম, ইউপি সদস্য সামসুল প্রমুখ। উক্ত ভিক্ষুকের ৭ ছেলে ও ১ মেয়ে,ছেলেরা কেউ যোগাযোগ করে করে না তবে মেয়ে খোঁজখবর নেন।জীবনের চলার তাগিদে এক প্রকার ভিক্ষা পেশায় নামেন তিনি।
সরকারের এমন উপহার পেয়ে তারা সত্যিই খুব আনন্দিত এবং ভিক্ষুক পেশা বাদ দিয়ে খামারি কাজের মাধ্যমে থেকে জীবন যাপন করবেন বলে জানান তিনি।