1. hasanchy52@gmail.com : admin :
  2. amarnews16@gmail.com : Akram Hossain : Akram Hossain
বুধবার, ২২ জানুয়ারী ২০২৫, ০৫:৫৭ পূর্বাহ্ন

নিরাপদ ঈদ যাত্রায় মানিকগঞ্জে ট্রাফিক পুলিশের সচেতনামূলক আলোচনা সভা অনুষ্ঠিত

  • প্রকাশের সময় : বৃহস্পতিবার, ২২ জুন, ২০২৩
  • ১৬৭ বার দেখা হয়েছে

স্টাফ রিপোর্টার:

আসন্ন ঈদুল আজহাকে সামনে রেখে সচেতনামূলক আলোচনা সভা ও লিফলেট বিতরণ করেছে মানিকগঞ্জ জেলা ট্রাফিক পুলিশ। মানিকগঞ্জ জেলা পুলিশ সুপার মোহাম্মাদ গোলাম আজাদ খানের নির্দেশনায় ও টি আই এডমিন কে এম মিরাজ উদ্দিনের নেতৃত্বে এ সভা অনুষ্ঠিত হয়।

আজ বৃহস্পতিবার(২২জুন) সকাল থেকে পাটুরিয়া ঘাট ও মানিকগঞ্জ বাস স্ট্যান্ড এলাকায় এ আলোচনা সভা ও লিফলেট বিতরণ করা হয়।

আলোচনা সভায় কে এম মিরাজ উদ্দিন বলেন, ঈদকে সামনে রেখে সড়ক-মহাসড়কে বেড়েছে মানুষের যাতায়েত ও যান চলাচল। আর এ সুযোগেই তৎপরতা শুরু করেছে অপরাধীরা। বেড়েছে ছিনতাইকারী চক্রের দৌরাত্ম্য। তাই আপনাদেরকে নিজ নিজ জায়গা থেকে সচেতন হতে হবে। সেই সাথে পুলিশ প্রশাসনও তৎপর থাকবে, যেনো কোন রকমের কোনো ছিনতাই, চুরি-ডাকাতি বা অন্য কোনো দুর্ঘটনা না ঘটে।

গাড়ি চালকদের উদ্দেশ্যে তিনি বলেন, আইনের ভয়ে নয়, নিজেদের ও পরিবার-প্রিয়জনের কথা মাথায় রেখে যাত্রী এবং পশু পরিবহকারী চালকদের আইন মেনে নিজ নিজ লেনে থেকে নির্দিষ্ট গতিতে গাড়ি চালানোর জন্যে অনুরোধ করছি। একইসাথে নির্দিষ্ট সময়ের চেয়ে অতিরিক্ত সময় গাড়ি চালানো থেকে বিরত থাকারও অনুরোধ করেন তিনি।

এসময় আর উপস্থিত ছিলেন টি আই (শহর ও যানবাহন) রফিকুল ইসলাম, সার্জেন্ট কামরুল ইসলামসহ ট্রাফিক বিভাগের অন্যান্যরা কর্মকর্তাগণ।

 

শেয়ার করুন

এ বিভাগের আরও খবর
© All rights reserved © 2014 Amar News
Site Customized By Hasan Chowdhury