দেওয়ান সাদমান ইসলাম শাওন:
ঈদকে সামনে রেখে ঢাকা আরিচা মহসড়কে কয়েকগুণ অতিরিক্ত ভাড়া আদায় করা হচ্ছ।একপ্রকার জিম্মি করেই সাধারণ যাত্রীদের থেকে অতিরিক্ত ভাড়া আদায় করছে বাস-মিনিবাস মালিকেরা। সরেজমিনে দেখা যায় মিনিবাসে মানিকগঞ্জ বাসস্ট্যান্ড থেকে আরিচা পর্যন্ত ভাড়া গুনতে হচ্ছে যাত্রীদের ১০০ টাকা।মানিকগঞ্জ বাসস্ট্যান্ড থেকে কেউ মুন্নু,বানিয়াজুরি নামলেও তার থেকে ভাড়া নেওয়া হচ্ছে ১০০ টাকা।যেখানে প্রকৃত ভাড়া ১৫ টাকা।
এক যাত্রীর সাথে কথা বললে তিনি বলেন,আমি মানিকগঞ্জ বাসস্ট্যান্ড থেকে বাসে উঠেছি।নামবো মহাদেবপুর।তারা ভাড়া চাচ্ছে ১০০ টাকা।কিছু বললে বলে।গেলে যান না গেলে নেই।
আরও একজন যাত্রী বলেন,মানিকগঞ্জ থেকে যেখানেই নামি না কেন ১০০টাকা ভাড়া দিতে হয়।২০টাকার ভাড়াও ১০০টাকা নিচ্ছে।প্রশাসন একটু নজর দিলে আমারা উপকৃত হবো।