স্টাফ রিপোর্টার:
মানিকগঞ্জ ঘিওর উপজেলার বালিয়াখোড়া ইউনিয়ন ছাত্রলীগের সাংগঠনিক সম্পাদক রাব্বির নেতৃত্বে ৩০/৪০ জনের সন্ত্রাসী হামলায় ইউনিয়ন ছাত্রদলের অন্তত তিনজন আহত হয়েছে। স্থানীয়রা আহত ইউনিয়ন ছাত্রদলের সাধারণ সম্পাদক তৌকির মিয়া, ছাত্রদল নেতা মেহেদী হাসান ও রাজিবকে প্রথমে মুন্নু মেডিকেল কলেজ হাসপাতালে আনা হয়।পরে তাদের উন্নত চিকিৎসার জন্য অন্য হাসাপাতলে পাঠানো হয়েছে।
এবিষয়ে বালিয়াখোড়া ইউনিয়ন ছাত্রদলের সাধারণ সম্পাদক মো: তৌফিক মিয়া জানান, আজ (১৯ জুলাই)বুধাবার রাত ৮টার দিকে ইউনিয়নের মিতালী সংঘের মাঠে ২২ শে জুলাই বিএনপির তারুণ্যের সমাবেশ উপলক্ষ্যে ঘিওর উপজেলা ছাত্রদল এর অন্যতম সক্রিয় নেতা মেহেদী হাসান, বালিয়াখোড়া ইউনিয়ন ছাত্রদলের সাধারণ সম্পাদক তৌকির মিয়া, ছাত্রনেতা রাজিবসহ আরও ১০/১২ কর্মীদের উপস্থিতিতে প্রস্তুতিমুলক আলোচনা সভা চলাকালীন ঘিওর উপজেলা ছাত্রলীগের নেতাকর্মীরা দা রাম-দা, চাপাতি, লাঠিসোটাসহ অতর্কিত হামলা চালায়। হামলার নেতৃত্ব দেয় বালিয়াখোড়া ইউনিয়ন যুবলীগের সাধারণ সম্পাদক এর ছেলে ইউনিয়ন ছাত্রলীগের সাংগঠনিক সম্পাদক রাব্বি, সাংগঠনিক সম্পাদক সিহাব , ঘিওর উপজেলা ছাত্রলীগ কর্মী রাজু, আহাদ,রাহিদ সহ অজ্ঞাত ৩০-৪০ জন।
জেলা ছাত্রদলের সভাপতি আব্দুল খালেক শুভ ও সাধারণ সম্পাদক সিরাজুল ইসলাম খান সজিব ছাত্রদল নেতাদের উপর ছাত্রলীগের সন্ত্রাসী হামলার ঘটনার তীব্র নিন্দা ও প্রতিবাদ জানান। দোষীদের দ্রুত গ্রেফতার করে আইনের আওতায় আনার দাবী জানান।
জেলা ছাত্রলীগের সাধারণ সম্পাদক রাজেদুল ইসলামের মেঠোফোনে যোগাযোগ করা হলে তাকে পাওয়া যায়নি।