জ্যেষ্ঠ প্রতিবেদক:
বর্তমান সরকারের পদত্যাগ, নির্দলীয় নিরপেক্ষ তত্ত্বাবধায়ক সরকারের এক দফা দাবিতে ঢাকা মহানগর বিএনপির দুই দিনের পদযাত্রা শেষ হয়েছে।
আজ বুধবার (১৯ জুলাই) বেলা ১১টায় আব্দুল্লাহপুর থেকে বিএনপির দ্বিতীয় দিনের পদযাত্রা শুরু হয়। পরে রাজধানীর বিভিন্ন সড়ক প্রদর্শন করে বিকেল সাড়ে ৫টায় যাত্রাবাড়ী গিয়ে তা শেষ হয়। সেখানে সমাপনী সমাবেশের মাধ্যমে পদযাত্রার সমাপ্তি ঘোষণা করা হয়।
এদিকে, গতকালের পদযাত্রার সময় মিরপুর বাঙলা কলেজের সামনে বিএনপি ও ছাত্রলীগের মধ্যে সংঘর্ষের ঘটনা ঘটলেও আজ কোনও অপ্রীতিকর ঘটনা ঘটেনি।
পদযাত্রার সমাপনী সমাবেশে প্রধান অতিথি হিসেবে বক্তব্য রাখেন বিএনপির স্থায়ী কমিটির সদস্য মির্জা আব্বাস। এ কর্মসূচিকে কেন্দ্র করে সড়কে আইনশৃঙ্খলা বাহিনীর অতিরিক্ত সদস্য মোতায়েন করা হয়। কোনও অপ্রীতিকর ঘটনা যেন না ঘটে, সেজন্য পুলিশকে সতর্ক অবস্থায় দেখা গেছে।
জানা যায়, বিএনপির দ্বিতীয় দিনের পদযাত্রা আব্দুল্লাহপুর থেকে শুরু হয়ে বিমানবন্দর, কুড়িল বিশ্বরোড, নতুন বাজার, বাড্ডা, রামপুরা ব্রিজ, আবুল হোটেল, খিলগাঁও, বাসাবো, মুগদাপাড়া, সায়েদাবাদ, যাত্রাবাড়ী (চৌরাস্তা) গিয়ে শেষ হয়। পদযাত্রাকে ঘিরে বিএনপির নেতাকর্মীদের মাঝে উৎসাহ-উদ্দীপনা দেখা যায়। এ সময় তারা বিভিন্ন স্লোগান দেন। এই সরকারের অধীনে নির্বাচন নয়, নির্দলীয় নিরপেক্ষ তত্ত্বাবধায়ক সরকারের অধীনে নির্বাচনের দাবি জানান নেতাকর্মীরা।
উল্লেখ্য, সরকারের পদত্যাগের এক দফা দাবিতে দুদিনের পদযাত্রা কর্মসূচির ঘোষণা করেন বিএনপির মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীর।