স্টাফ রিপোর্টার:
মানিকগঞ্জের সিঙ্গাইরে বিএনপি ও যুবদলের দুই নেতাকে গ্রেপ্তার করা হয়েছে বলে অভিযোগ বিএনপি’র । জেলা বিএনপির দাবি ঢাকায় বিএনপি’র মহাসমাবেশকে বাধাগ্রস্ত করার জন্য মুলত দলীয়কর্মী গ্রেপ্তার ও বাড়িবাড়ি গিয়ে তল্লাশি চালানো হচ্ছে। বিএনপি ও যুবদলের দুই নেতাকে গ্রেপ্তারের সত্যতা নিশ্চিত করে সিংগাইর উপজেলা বিএনপির সভাপতি আবিদুর রহমান খান রোমান। তিনি আরোও মানিকগঞ্জ জেলা থেকে বিপুল সংখ্যক নেতাকর্মী অংশ নিবে।
সিঙ্গাইর উপজেলার প্রত্যেকটি এলাকা থেকে হাজারো নেতাকর্মী সমাবেশের জন্য প্রস্তুতি নিয়েছেন। সমাবেশে যাওয়ায় বাধাগ্রস্ত করতে সিঙ্গাইর উপজেলার তালেপুর ইউনিয়ন যুবদলের সাবেক সাধারণ সম্পাদক মোহাম্মদ তারেক মাসুদ তারা ও সিংগাইর উপজেলা বিএনপির যুব বিষয়ক সম্পাদক মোঃ হাসান আলীকে গ্রেফতার করা হয়েছে বুধবার বেলা সাড়ে এগারোটার দিকে তালিবপুর বাজার থেকে ডিবি পুলিশ তাদের আটক করেছে। তিনি জানান, নেতা কর্মীদের মধ্যে আতঙ্ক ছড়িয়ে দেওয়ার জন্য পুলিশ বাড়ি বাড়ি গিয়ে অভিযান চালাচ্ছে।
জেলা বিএনপির এক নেতা বলেন,পুলিশ প্রশাসন ওআওয়ামীলীগ রাস্তায় চলাচলকারী বাসও যেন চলাচল করতে না পারে সে চেষ্ঠাও করে যাচ্ছে।তিনি বলেন,তাদের এ কাজও বিশ্ব সংস্থা ও বিভিন্ন দেশ পর্যবেক্ষন করছে।
গ্রেফতারের ব্যাপারে সিংগাইর থানার ওসি সৈয়দ মিজানুর ইসলামকে বার বার ফোন করলেও তিনি ফোন ধরেননি।