স্টাফ রিপোর্টার:
শেখ হাসিনার পদত্যাগ একদফা দাবী আদায়ের ঢাকার বিভিন্ন প্রবেশমুখে অবস্থান কর্মসূচীতে চেয়ারপার্সনের উপদেষ্টা ও জেলা বিএনপির সভাপতি আফরোজা খান রিতার নির্দেশনায় মানিকগঞ্জের বিপুলসংখ্যক নেতাকর্মী গাবতলীতে অবস্থান কর্মসূচীতে অংশ গ্রহন করে ।পুলিশ বিএনপির ১৩ নেতাকর্মীকে আটক করে।শনিবার সকালে গাবতলী সহ বিভিন্ন এলাকা থেকে তাদের আটক করে থানায় নিয়া যায়। গাবতলী অবস্থান কর্মসুচী থেকে মানিকগঞ্জ জেলার বিভিন্ন অংগসংগনের যেসমস্ত নেতাকর্মী গ্রেফতার হয়েছেন তারা হলেন জেলা বিএনপির সদস্য শরিফুল ইসলাম চান, সাটুরিয়া উপজেলা স্বেচ্ছাসেবক দলের আহবায়ক মো: মহসিন উজ্জামান, সাটুরিয়া উপজেলা শ্রমিক দলের সহ সম্পাদক আবুবকর রুবেল, ছাত্রদল নেতা জাহাঙ্গীর আলম,সাটুরিয়া থানা স্বেচ্ছাসেবক দলের যুগ্ম আহবায়ক মোঃ সবুজ হোসেন,সাটুরিয়া থানা স্বেচ্ছাসেবক দল নেতা মোঃ রাসেল হোসেন, মোঃ জাহাঙ্গীর,মোঃ সোহেল, মোঃ জিহাদ,মোঃ আব্দুল্লাহ,মোঃ আবু তালেব, মোঃ রাব্বি,মোঃ বিজয়।
জেলা বিএনপির সভাপতি আফরোজা খান রিতা বলেন,আমাদের নেতা বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান জনাব তারেক রহমানের নির্দেশে অহিংস শান্তিপূর্ণ অবস্থান কর্মসূচীতে ফ্যাসিস্ট সরকারের হিংস্র দানবীয় আচরণ বিএনপির কোন নেতাকর্মীকেই ঘোষিত এক দফা কর্মসূচী বাস্তবায়নের পথ থেকে বিন্দু পরিমাণও বিচ্যুত করতে পারবে না ইনশাল্লাহ। আমার জেলার গ্রেফতার হওয়া নেতাকর্মীদের আইনী সহযোগিতাসহ পরিবারের খোঁজ খবর নেওয়া পূর্বের মতো অব্যাহত থাকবে।আমি এ বর্বোরচিত হামলা, নির্বিচারে গুলি ও গণ গ্রেফতারের তীব্র নিন্দা ও প্রতিবাদ জানাচ্ছি।